অনুষ্ঠানের প্রথমে সি চিন পিং সকল প্রতিনিধিকে জাতীয় দিবসের শুভেচ্ছা জানান। তিনি বলেন, নতুন যাত্রায় আমাদের সিপিসি কেন্দ্রিক নেতৃত্বে সমগ্র চীনের বিভিন্ন মহল, বিভিন্ন জাতি এবং প্রবাসী চীনাদের ঐক্যবদ্ধ করে চীনের মহাপুনরুত্থানের স্বপ্ন বাস্তবায়ন করা উচিত।
তিনি আরও বলেন, গত ৭০ বছরে সিপিসি'র দৃঢ় নেতৃত্বে চীনা মানুষ সাহসের সঙ্গে অনুসন্ধান এবং অবিরাম অনুশীলনের মাধ্যমে চীনের বৈশিষ্ট্যময় সমাজতান্ত্রিক পথ খুঁজে বের করেছেন এবং এ সমাজতন্ত্রকে নতুন যুগে এগিয়ে নিয়েছেন। সহস্রাধিক বছরের দারিদ্র্য সমস্যা সমাধান হতে যাচ্ছে, যা মানবজাতির ইতিহাসে বিস্ময় সৃষ্টি করেছে। গত ৭০ বছর ধরে চীনা মানুষ স্বাধীন কূটনৈতিক নীতি পালন করে আসছেন এবং পাঁচসালা সহাবস্থানের নীতিতে নানা দেশের সঙ্গে সহযোগিতা চালিয়ে আসছেন, যা মানবজাতির অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট কমিউনিটি গঠন করতে ব্যাপক অবদান রেখেছে।
চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং এতে সভাপতিত্ব করেন। জাতীয় গণকংগ্রেসের স্থায়ী সদস্য লি চান শুসহ অন্যান্য নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন। (রুবি/টুটুল/শিশির)