সম্পাদকীয়তে বলা হয়েছে, শান্তিপূর্ণ উন্নয়ন মানবজাতির অভিন্ন লক্ষ্য। তবে দুঃখজনক যে, মানব ইতিহাসের অধিকাংশ সময় যুদ্ধ ও সংঘাতে কেটেছে। বিশেষ করে দু'টি বিশ্বযুদ্ধ মানবজাতির জন্য ব্যাপক দুর্যোগ সৃষ্টি করেছে। শীতল যুদ্ধ থেকে এ পর্যন্ত গত ৩০ বছরে বিশ্ব বিশৃঙ্খল হয়ে ওঠে। পশ্চিমা দেশগুলো নানা স্থানে সামরিক অভিযান চালিয়েছে, যা মানবিক সংকট সৃষ্টি করে।
শান্তির পিছনে ছুটে চলা দেশ হিসেবে গত ৭০ বছরে গণপ্রজাতন্ত্রী চীন কোনো যুদ্ধ ও সংঘাতে লিপ্ত হয় নি এবং অন্য দেশের কোনো ভূখণ্ড দখল করে নি। গত ৪০ বছরে একটি পিছিয়ে পড়া দেশ থেকে বিশ্বের দ্বিতীয় অর্থনৈতিক সত্ত্বায় পরিণত হয়েছে চীন, যার মূল কারণ ছিল বিশ্বের উন্নয়নের প্রবণতার সঙ্গে তাল মিলিয়ে উন্নয়ন করা।
চীন পশ্চিমা দেশগুলোর মতো আধিপাত্যবাদী অভিযান চালায় নি। এ প্রসঙ্গে মার্কিন সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার বলেন, যুদ্ধে এক পয়সাও ব্যয় করে নি চীন। (রুবি/টুটুল/শিশির)