সবাই অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭০ বছরের সাফল্য স্মরণ করেন এবং মাতৃদেশের সুন্দর ভবিষ্যতের আশা প্রকাশ করেন।
গণমহাভবনের সর্বত্র ছিলো উত্সবমুখর। সন্ধ্যা সাতটা ৫৫ মিনিটে আনন্দময় সুরের সঙ্গে সি চিন পিংসহ নেতৃবৃন্দ গণমহাভবনে প্রবেশ করেন। তারা প্রবীণ প্রতিনিধিদের সঙ্গে করমর্দন করেন।
সাংস্কৃতিক অনুষ্ঠান 'পরিশ্রম'কে কেন্দ্র করে চারটি ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগের প্রতিপাদ্য 'রক্ত দিয়ে সংগ্রাম'। দ্বিতীয় ভাগে, 'কঠোর পরিশ্রম', তৃতীয় ভাগে, 'ঐক্যবদ্ধ পরিশ্রম' এবং চতুর্থ ভাগে, 'পরিশ্রম করুন, চীনা জাতির ছেলেমেয়েরা'। (রুবি/টুটুল/শিশির)