এ প্রসঙ্গে চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-র এক ছোট মন্তব্যে বলা হয়েছে, চীনের একটি প্রবাদ আছে যে, 'নীতিবান মানুষ সহায়তা বেশি পায় এবং নীতিহীন মানুষের সহায়তা পাওয়া কঠিন'। গণপ্রজাতন্ত্রী চীনের গত ৭০ বছরের কূটনৈতিক সাফল্য শান্তিপূর্ণ উন্নয়ন ও সহযোগিতামূলক কল্যাণের ভিত্তিতে অর্জিত হয়েছে। চীনের উত্থাপিত 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ ১৬০টিরও বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থার সমর্থন পেয়েছে। এ প্রস্তাবও সমতাসম্পন্ন কল্যাণের ভিত্তিতে চালিত হয়েছে। অধিপাত্যবাদ বাদ দিলে এবং অন্য দেশের ওপর বলপ্রয়োগ না করলে কেবল আরও বন্ধুত্ব স্থাপন করা সম্ভব হয়। (রুবি/টুটুল/শিশির)