শান্তিপূর্ণ উন্নয়ন ও সহযোগিতামূলক কল্যাণে অবিচল থাকলে কেবল বিশ্বব্যাপী বন্ধুত্ব করা সম্ভব
  2019-09-30 16:20:27  cri
সেপ্টেম্বর ৩০: গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ১৭০টিরও বেশি দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলেছে এবং বেশ কিছু আন্তর্জাতিক সংস্থায় অংশগ্রহণ করেছে। এ পর্যন্ত ১০৯টি আন্তর্জাতিক সংস্থার সঙ্গে অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠা করেছে।

এ প্রসঙ্গে চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-র এক ছোট মন্তব্যে বলা হয়েছে, চীনের একটি প্রবাদ আছে যে, 'নীতিবান মানুষ সহায়তা বেশি পায় এবং নীতিহীন মানুষের সহায়তা পাওয়া কঠিন'। গণপ্রজাতন্ত্রী চীনের গত ৭০ বছরের কূটনৈতিক সাফল্য শান্তিপূর্ণ উন্নয়ন ও সহযোগিতামূলক কল্যাণের ভিত্তিতে অর্জিত হয়েছে। চীনের উত্থাপিত 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ ১৬০টিরও বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থার সমর্থন পেয়েছে। এ প্রস্তাবও সমতাসম্পন্ন কল্যাণের ভিত্তিতে চালিত হয়েছে। অধিপাত্যবাদ বাদ দিলে এবং অন্য দেশের ওপর বলপ্রয়োগ না করলে কেবল আরও বন্ধুত্ব স্থাপন করা সম্ভব হয়। (রুবি/টুটুল/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040