চায়না টপ: ছাংএ্য প্রকল্প
  2019-09-30 11:29:06  cri

চীনের রূপকথায় চাঁদের প্রাসাদের একজন দেবী হলেন ছাংএ্য। ২০০৪ সালে আনুষ্ঠানিকভাবে শুরু হয় চীনের চাঁদ অনুসন্ধান প্রকল্প। এর নামকরণ করা হয় 'ছাংএ্য প্রকল্প'। ২০০৭ সালের ২৪ অক্টোবর সন্ধ্যা ৬টায় ছাংএ্য ১ উপগ্রহ সফলভাবে মহাকাশে পাঠানো হয়, যা চাঁদ ঘুরে আসা চীনের প্রথম কৃত্রিম উপগ্রহ!

 

এরপর, ২০১০ সালে ছাংএ্য ২ চাঁদের কক্ষপথে পাঠানো হয়; যা সবচেয়ে স্পষ্টভাবে চাঁদের ছবি তুলতে সক্ষম হয়। ২০১৩ সালে ছাংএ্য ৩ প্রোব প্রথমবারের মতো সফলভাবে সফট ল্যান্ডিং সম্পন্ন করে। এ বছর ছাংএ্য ৪ প্রোব সফলভাবে সঙ্গে চাঁদে অবতরণ করে।

(সুবর্ণা/তৌহিদ/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040