আমার চীনকে ভালোবাসি
  2019-10-02 14:41:58  cri

প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা কেমন আছেন, বেইজিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'সুরের ধারায়' আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি শুয়েই ফেইফেই।

প্রতি সপ্তাহের এই সময় আমার কাছে খুব আনন্দের এবং সৌভাগ্যের। কারণ, এই সময় আপনাদের সঙ্গে সংগীতের মাধ্যমে মনের কিছু কথা বলতে পারি। যদিও বেইজিং ও বাংলাদেশের মধ্যে ভৌগোলিক দূরত্ব অনেক বেশি, তবে সংগীতের কোনো সীমানা নেই। আপনাদের সঙ্গে সুন্দর গান শুনতে শুনতে অনুভব করি যেন আমি আপনাদের সঙ্গেই আছি; এটি আমার জন্য খুব সুন্দর মুহূর্ত!

আচ্ছা, আপনারা কি প্রস্তুত? চলুন তাহলে, আমার সঙ্গে প্রবেশ করুন সংগীতের পৃথিবীতে।

প্রিয় বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে কয়েকটি সুন্দর দেশাত্ববোধক গান শোনাবো। আশা করি গানগুলো আপনাদের ভালো লাগবে।

প্রথমে শুনুন 'আকাশের পথ' নামের গানটি। বন্ধুরা, গানটি গেয়েছেন চীনের বিখ্যাত কন্ঠশিল্পী ছাই তান চুও মা। গানটিতে মূলত চীনের ছিংহাই-তিব্বত রেলপথের প্রশংসা করা হয়েছে। উল্লেখ্য, চীন সরকারের উদ্যোগে নির্মিত এই রেলপথের কারণে বাইরের জগতের সঙ্গে তিব্বতের যোগাযোগ সহজতর হতে পেরেছে। এই সড়ক চীনের উন্নয়নের পথে অর্জিত বিরাট একটি সাফল্য। (১)

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন আরেকটি দেশাত্ববোধক গান; গানের নাম 'আমার চীনকে ভালোবাসি'। গানটি গেয়েছেন চীনের বিখ্যাত কন্ঠশিল্পী সুং জু ইং। (২)

প্রিয় বন্ধুরা, এখন শুনুন আরেকটি সুন্দর গান, গানের নাম 'ভালো জীবন'। গানটি গেয়েছেন চীনের জনপ্রিয় কন্ঠশিল্পী সুং জু ইং। এই গানটি রচিত হয় ১৯৯৬ সালে। ১৯৭৮ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত চীনে সংস্কার ও উন্মুক্তকরণ নীতি কার্যকর হওয়ায় জনগণের জীবন আরও সুখের ও সুন্দর হয়। এমন প্রেক্ষাপটে গীতিকার এই গান রচনা করেছেন। (৩)

প্রিয় বন্ধুরা, এখন শুনুন আরেকটি গান, গানের নাম 'মাতৃভূমি কতো সুন্দর!'। গানের কণ্ঠশিল্পী সুং জু ইং। গানের কথা এমন: বসন্তকালের গান শেষে শরত্কালের গান গাই। চায়ের গান গেয়ে মদের গান গাই। চোখের সামনে এতো সুন্দর দৃশ্যের গান গাই, সুন্দর জীবনের গান প্রতিদিন গাই। পুরোনো গান গেয়ে নতুন গান গাই, প্রেমের গান গেয়ে মনের গান গাই। গান গাইতে গাইতে আমাদের জীবন আরো সুন্দর হয়। (৪)

প্রিয় বন্ধুরা, এখন শুনুন 'আবারও লিউ ইয়াং নদীর গান গাই' নামের একটি গান; গানের কন্ঠশিল্পী সুং জু ইং। জাতীয় দিবসের সময় এমন গান শুনে হৃদয় গর্বে ভরে ওঠে। (৫)

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন 'আরও ভালো হচ্ছে' শীর্ষক গানটি; গেয়েছেন চীনের বিখ্যাত ও মর্যাদাবান কন্ঠশিল্পী সুং জু ইং। ২০০০ সালে, যখন চীনাদের জীবন আগের চেয়ে আরো সুন্দর হয়েছে, তখন মনের আনন্দ এবং সুখের অনুভূতি প্রকাশের জন্য গীতিকার এই গান রচনা করেন। (৬)

বন্ধুরা, এখন শুনুন আরেকটি সুন্দর গান; গানের নাম 'পঞ্চতারকা খচিত লাল পতাকা'। গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী সুন নান। 'পঞ্চতারকা খচিত লাল পতাকা' হল চীনের জাতীয় পতাকা। জাতীয় দিবসে এ গানটি খুবই প্রাসঙ্গিক। (৭)

প্রিয় শ্রোতাবন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাবো আরেকটি সুন্দর গান; গানের নাম 'আমি তোমাকে ভালোবাসি, চীন!'। (৮)

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে চীনের জাতীয় দিবস উপলক্ষ্যে কয়েকটি দেশাত্ববোধক গান আপনাদের শোনালাম। আশা করি গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি; সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, পরের আসরে আবারও কথা হবে। (শুয়েই/আলিম/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040