২০১৬ সালের ২৫ সেপ্টেম্বর চীনের বিজ্ঞান একাডেমির রাষ্ট্রীয় অবজারভেটরির উদ্যোগে কুইচৌ প্রদেশের পিংথাং পাহাড়ি অঞ্চলে 'ফাস্ট' (FAST) নামের স্কাই আই রেডিও টেলিস্কোপ তৈরি করা হয়। এর ব্যাসার্ধ ৫০০ মিটার! যা বিশ্বের বৃহত্তম টেলিস্কোপ। এটি নির্মাণে সময় লেগেছে মোট ২২ বছর!
চীনের 'স্কাই আই' সংবেদনশীল রেডিও টেলিস্কোপটি মহাশূন্যের বিগ ব্যাং-সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করছে। মহাশূন্যের কাঠামো ও পরিবর্তন সম্পর্কে জ্ঞান অর্জন করা জ্যোতির্বিজ্ঞানীদের স্বপ্ন। গত তিন বছরে চীনের স্কাই আই ৯৩টি নতুন 'পালসার' খুঁজে পেয়েছে।
(সুবর্ণা/তৌহিদ/মুক্তা)