অস্ত্র বাণিজ্য চুক্তিতে চীনের যোগদান নিয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর
  2019-09-28 15:51:20  cri

সেপ্টেম্বর ২৮: আজ (শনিবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সাংবাদিক সম্মেলনে সংবাদদাতা প্রশ্ন করেন, সম্প্রতি চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে ঘোষণা করেন যে, চীন অস্ত্র বাণিজ্য চুক্তিতে যোগ দেয়ার জন্য সংশ্লিষ্ট অভ্যন্তরীণ আইনগত প্রক্রিয়া শুরু করেছে। চীনের এমন সিদ্ধান্ত নেয়ার কারণ এবং সময়সূচি একটু জানা যাবে কীনা?

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং প্রশ্নোত্তরে বলেন, সংশ্লিষ্ট আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে এবং যত দ্রুত সম্ভব চুক্তিতে যোগ দেবে চীন। তিনি বলেন, এ চুক্তিতে চীনের যোগদান বিশ্ব অস্ত্র বাণিজ্য প্রশাসন, আন্তর্জাতিক ও আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষার গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। তা চীনের বহুপক্ষবাদ ও মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠনের ধারণা বাস্তবায়নের সংকল্পের প্রতিফলন।

অবৈধভাবে অস্ত্র হস্তান্তর এবং অপব্যবহার নিয়ে চীন উদ্বিগ্ন। চীন অস্ত্র বাণিজ্য চুক্তির ধারণা ও লক্ষ্য সমর্থন করে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আন্তর্জাতিক অস্ত্র বাণিজ্যের আচরণবিধি তৈরি ও অস্ত্রের অবৈধ হস্তান্তর দমন করবে।(শিশির/টুটুল/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040