সেলিম চৌধুরী
  2019-09-28 14:07:55  cri


গত অনুষ্ঠানে আমরা বলছিলাম শিল্পী সেলিম চৌধুরীর কথা। গানে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিলো না তাঁর। তবে তিনি গানের বিষয়ে বিভিন্ন সময়ে সহযোগিতা নিয়েছেন মীর লিয়াকত আলী, সুজেয় শ্যাম'সহ আরো বেশ কয়েকজনের কাছ থেকে। সেলিম চৌধুরীর প্রথম গানের অ্যালবাম 'কবিতার মতো চোখ' ১৯৮৯ সালে সেলেক্সের ব্যানারে বাজারে আসে। প্রথম অ্যালবামের মিল্টন খন্দকারের লেখা 'কবিতার মতো চোখ যে তোমার' এবং রাধা রমনের 'কারে দেখাবো মনের দুঃখ গো' গান দুটি বেশ শ্রোতাপ্রিয়তা পায়। আলোচনায় চলে আসেন সেলিম চৌধুরী। এরপর বাজারে আসা তার উল্লেখযোগ্য অ্যালবামগুলো হচ্ছে 'মধু পূর্ণিমা রাতে', 'সজনী', 'প্রথম প্রেম', 'আইজ পাশা খেলবো', 'রূপ সাগরে', 'হাজার টাকার বাগান', 'একদিন তোর হইবোরে মরণ', 'টিয়া চন্দনা' ইত্যাদি। তার সর্বশেষ একক অ্যালবাম হচ্ছে 'বাউল বাতাস' যা সাউন্টেক থেকে ২০১৩ সালে বাজারে আসে। 'প্রেমের সমাধি' চলচ্চিত্রে প্রথম প্লে-ব্যাক করেন তিনি। হুমায়ূন আহমেদের 'চন্দ্রকথা', 'দুই দুয়ারী', 'শ্যামল ছায়া' চলচ্চিত্রেও গান গেয়েছেন সেলিম চৌধুরী।
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040