আফ্রিকান ভাইদের প্রত্যাশা পূরণে চীন সর্বাত্মক প্রচেষ্টা চালাবে: ওয়াং ই
  2019-09-27 15:05:54  cri
সেপ্টেম্বর ২৭: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, আফ্রিকান ভাইদের প্রত্যাশা পূরণে এবং তাদের জন্য যাকিছু কল্যাণকর—তা করতে চীন দৃঢ়প্রতিজ্ঞ ও প্রতিশ্রুতিবদ্ধ। তিনি নিউইয়র্কের স্থানীয় সময় গতকাল (বৃহস্পতিবার) জাতিসংঘ সদর দফতরে নিরাপত্তা পরিষদে আফ্রিকান সদস্যদেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন।

ওয়াং ই বলেন, চীন অতীতে আফ্রিকান ভাইদের পাশে থেকেছে, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। গণপ্রজাতন্ত্রী চীন জাতিসংঘে তাঁর যোগ্য আসনটি ফিরে পেয়েছিল আফ্রিকান ও উন্নয়নশীল দেশগুলোর সমর্থনের কারণেই। তাই, শুরু থেকেই আফ্রিকান ভাইয়েরা চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বিশ্বাসযোগ্য অংশীদার।

ওয়াং ই আরও বলেন, পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে চীন নিরাপত্তা পরিষদে আফ্রিকান দেশগুলোর সঙ্গে সহযোগিতা জোরদার করতে, যৌথভাবে অভিন্ন স্বার্থ রক্ষা করতে, এবং বিশ্বের শান্তি ও উন্নয়নের জন্য বৃহত্তর অবদান রাখতে ইচ্ছুক। (জিনিয়া/আলিম/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040