সুরের ধারার---চীনা গায়ক ছেন পি ত্য
  2019-10-08 14:28:34  cri


বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতে বিশেষ একটি চীনা গান শুনবো; গানের নাম 'ই চিয়ান মেই'। গানটি গত শতাব্দীর ৮০'র দশক থেকে এখন পর্যন্ত চীনে খুবই জনপ্রিয় একটি গান। 'মেই' হচ্ছে পাম ফুল। চীনারা সাধারণত এই ফুল দিয়ে অবিচল ভালোবাসা প্রকাশ করে। এই গানের কথায় বলা হয়, ঠান্ডা তুষারে পাম ফুল ফুটেছে; তার সৌন্দর্য ও সুগন্ধ শুধু তোমার জন্য। আমার ভালোবাসায় কোনো আফসোস নেই; তা চিরদিন মনে থাকবে। গান ১

এই গানের গায়ক ও গীতিকার ইতোমধ্যে ৭৫ বছর বয়সে পা দিয়েছেন। তিনি চীনের তাইওয়ানের বিখ্যাত সুরকার ছেন পি ত্য। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে ছেন পি ত্য সম্পর্কে আপনাদের জানাবো এবং তার কিছু সুন্দর গান শোনাবো।

ছেন পি ত্য ১৯৪৪ সালে চীনের সিছুয়ান প্রদেশের ছেং তু শহরে জন্মগ্রহণ করেন। ৩ বছর বয়সে তিনি তার বাবার সঙ্গে তাইওয়ানে চলে যান। স্কুলজীবনে ছেন পি ত্য নিজে গিটার শিখেন। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর তিনি বারে গান গাইতে শুরু করেন। তিনি তাইওয়ানের প্রথম দফার গায়কদের মধ্যে অন্যতম।

গত শতাব্দীর ৮০'র দশক থেকে ছেন পি ত্য নিজের রচিত গান প্রকাশ করতে শুরু করেন। একই সঙ্গে গান রচনা করতে থাকেন। তার গান গেয়ে অনেকেই বেশ জনপ্রিয় হয়। এক সময় মানুষ ছেন পি ত্য'র নাম না জানলেও তার গান অনেক জনপ্রিয় হয়। বন্ধুরা, এখন শুনুন ১৯৮১ সালে রচিত ছেন পি ত্য'র খুবই জনপ্রিয় একটি গান ----'দেরি হয়'। গান ২

তাইওয়ানে জীবনের বেশিরভাগ সময় কাটালেও ছেন পি ত্য মনে করেন চীনের মূলভূভাগে তিনি জন্মগ্রহণ করেছেন, সেটাই তার আসল জন্মস্থান। ১৯৮৮ সালে গুরুতর রোগ হওয়ার পর তিনি চীনের মূলভূভাগে ফিরে আসেন ও বেইজিংয়ে বসবাস করতে থাকেন। তার কথায়, তিনি একটি পাখির মতো অবশেষে ঘরে ফিরে এসেছেন। বন্ধুরা, এখন শুনুন তার এ অভিজ্ঞতা অনুসারে রচিত একটি সুন্দর গান 'ঘরে ফেরা পাখি'। গান ৩

সংগীত জীবনে ছেন পি ত্য অসংখ্য গান রচনা করেছেন। তার রচনার উৎসাহ ও অনুপ্রেরণা সম্পর্কে জানতে চাইলে, তিনি বলেন চীনের ঐতিহ্যবাহী সংস্কৃতি। ছেন পি ত্য বলেন, এত গান লেখার পর তিনি বুঝতে পেরেছেন যে, সুন্দর কথা হলো চীনের প্রাচীন কবিতা। তাই তিনি অনেক বিখ্যাত প্রাচীন কবিতায় সুর দিয়ে গান তৈরি করেন। তিনি কবিতা গাওয়ার মাধ্যমে সুন্দরভাবে ঐতিহ্যগত সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানান, জন্মস্থান ও দেশের প্রতি ভালোবাসা জানান এবং সংগীতের সৌন্দর্য প্রকাশ করে অনেক মানুষকে মুগ্ধ করেছেন।

ছেংতু'তে জন্মগ্রহণ করা মানুষ হিসেবে, ছেংতু'র প্রতি ছেন পি ত্য'র বিশেষ অনুভূতি আছে। বন্ধুরা, এখন শুনুন প্রাচীন কবিতা 'ছেন তু ফু' অনুসারে রচিত খুব মনোমুগ্ধকর গান। গান ৪

প্রাচীন কবিতা থেকে গান রচনায় ছেন পি ত্য অব্যাহতভাবে চেষ্টা করে যান। তিনি বিভিন্ন অনুষ্ঠানে এসব গান পরিবেশন করেন। তিনি আশা করেন, সংগীতের মাধ্যমে সবাই চীনের প্রাচীন কবিতা ও ঐতিহ্যগত সংস্কৃতির সৌন্দর্য অনুভব করতে পারবে।

বন্ধুরা, এখন শুনুন চীনের লণ্ঠন উৎসব-সম্পর্কিত কবিতা অবলম্বনে ছেন পি ত্য'র রচিত বিখ্যাত গান 'লণ্ঠন উৎসবের রাত'। গান ৫

বর্তমানে অনেক বয়স হলেও ছেন পি ত্য সবসময় নতুন কিছু করতে চান, শিখতে চান। একজন গায়ক ও গীতিকার হিসেবে তিনি সংগীতের নতুন সম্ভাবনা অন্বেষণ করার চেষ্টা করেন এবং বিভিন্ন সংগীত শৈলীর মিশ্রণ নিয়ে কাজ করেন। প্রাচীন কবিতা অনুসারে রচিত খুব চীনা বৈশিষ্ট্যময় গান গাওয়ার পাশাপাশি, তিনি খুব ভালো ইংরেজি গানও গাইতে পারেন।

বন্ধুরা, এখন শুনুন চীনের জনপ্রিয় টিভি সংগীত অনুষ্ঠান 'ভয়েস অফ চায়নাতে' ছেন পি ত্য'র গাওয়া একটি সুন্দর গান---'remember me'। গান ৬

ছেন পি ত্য বলেন, তিনি শুধু সংগীত, জন্মস্থান ও পৃথিবীকে খুব ভালোবাসেন এমন একজন মানুষ। তিনি সব উৎসাহমূলক গান গাইবেন মৃত্যু পর্যন্ত!

বন্ধুরা, অনুষ্ঠানের শেষে আমরা ছেন পি ত্য'র আরো একটি সুন্দর গান 'এক পথ' শুনবো। গান ৭

(তুহিনা/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040