আকাশ: বন্ধুরা, পয়লা অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত হচ্ছে চীনের ৭ দিনব্যাপী জাতীয় দিবসের লম্বা ছুটি। অনেকে এ ছুটিতে ভ্রমণ করতে বা দেশের বাড়িতে ফিরে যেতে চান। আমরা প্রথমে জাতীয় দিবসের ছুটিতে ভ্রমণ সম্পর্কে একটি খবর শুনবো, কেমন?
টুটুল: ৭ দিনব্যাপী জাতীয় দিবসের লম্বা ছুটি আসার প্রাক্কালে এখন অনেকে ছুটিতে ভ্রমণের পরিকল্পনা তৈরি করছেন। সম্প্রতি সংশ্লিষ্ট সংস্থার ধারণা অনুযায়ী, এ বছরের জাতীয় দিবসে দেশে পর্যটকের পরিমাণ ৮০ কোটি হবে বলে। ৩১ শতাংশ পর্যটক ৪-৬ দিনের ভ্রমণ পরিকল্পনা করছেন, এবং ৪০ শতাংশেরও বেশি পর্যটকের ৭দিনের বেশি সময় ভ্রমণ করার ইচ্ছা রয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে, চীনের বাসিন্দাদের জীবনযাপনের মান অব্যাহতভাবে ও দ্রুতভাবে উন্নত হয়েছে। এজন্য তাদের সাংস্কৃতিক ও পর্যটনের খরচও অব্যাহতভাবে উন্নত হচ্ছে। চীনের সাংস্কৃতিক ও পর্যটন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে জানান, এ বছরের প্রথমার্ধে, দেশের প্রত্যেক বাসিন্দার শিক্ষা ও সংস্কৃতি খাতে ব্যয় ১০৩৩ ইউয়ান, যা গত বছরের একই সময়ের তুলনায় ১০.৯ শতাংশ বেশি। তা ব্যক্তিগত কনজিউমিং ব্যয়ের ১০ শতাংশ। ধারণা অনুযায়ী, অভ্যন্তরীণ পর্যটন খাতে পর্যটকের পরিমাণ ৩০৮ কোটি, আয় ২.৭৮ ট্রিলিয়ন ইউয়ান হবে, এ দুই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় পৃথকভাবে পৃথকভাবে ৮.৮ শতাংশ ও ১৩.৫ শতাংশ বেশি।
জাতীয় দিবসে ছুটির পর্যটকের মধ্যে, ১৯৮০ থেকে ১৯৯০ সালের মধ্যে জন্মগ্রহণকারীর পরিমাণ মোট পরিমাণের ৩১ শতাংশে দাঁড়াবে। ১৯৯০ থেকে ২০০০ সালের মধ্যে জন্মগ্রহণকারীর পরিমাণ তার ২২ শতাংশ ।পাশাপাশি জাতীয় দিবসের ছুটিতে অনেকে ছেলেমেয়ে নিয়ে ভ্রমণ করার পরিকল্পনা করেছেন। পর্যটকের মধ্যে প্রায় ২৮ শতাংশের সন্তানদেরকে নিয়ে ভ্রমণ করার আগ্রহ রয়েছে বলে ধারণা করা হয়।
উল্লেখ্য, "গ্রাম ভ্রমণ" সাম্প্রতিক বছরে পর্যটকদের নতুন বাছাইয়ে পরিণত হয়েছে। তথ্য থেকে দেখা যায় যে, এ বছরের প্রথমার্ধে, দেশের গ্রাম ভ্রমণের পর্যটকের পরিমাণ ১৫১ কোটি, গত বছরের এক সময়ের তুলনায় ১০.২ শতাংশ বেশি।