তা চাং ওয়েই
  2019-09-25 14:41:09  cri

তা চাং ওয়েইর আসল নাম চাং ওয়েই। ১৯৮৩ সালের ৩১ অগাস্ট বেইজিংয়ে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন গীতিকার, উপস্থাপক এবং অভিনেতা।

প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়ার সময় তা চাং ওয়েই সঙ্গীত ক্ষেত্রে তার প্রতিভা প্রদর্শন করতে শুরু করেন। তখন তিনি বেইজিং শহরের কিশোর সঙ্গীত প্রতিযোগিতার প্রথম পুরস্কার লাভ করেন।

মাধ্যমিক বিদ্যালয়ে পড়াকালীন তা চাং ওয়েই গিটার শিখতে শুরু করেন। মাধ্যমিক বিদ্যালয়ের তৃতীয় বছরে তিনি একটি সঙ্গীতদল গঠন করেন এবং বিভিন্ন অনুষ্ঠানে গান পরিবেশন করতে শুরু করেন।

১৯৯৮ সালের ফেব্রুয়ারি মাসে তা চাং ওয়েই আনুষ্ঠানিকভাবে তার সঙ্গীতদলকে 'হুয়া আর' নাম দেন।

১৯৯৯ সালের ১৮ জানুয়ারি হুয়া আর সঙ্গীতদলের প্রথম অ্যালবাম 'সুখের পাশে' প্রকাশিত হয়। ফেব্রুয়ারি মাসে 'মো ইয়ান' রেকর্ড কোম্পানী 'হুয়া আর' সঙ্গীতদলের সঙ্গে বিদেশে তাদের অ্যালবাম প্রকাশের চুক্তি স্বাক্ষর করে।

১৯৯৯ সালের ১৯ জুন 'হুয়া আর' সঙ্গীতদল 'দ্বিতীয় চীনের নতুন সঙ্গীত অনুষ্ঠানে' অংশ নেয় এবং প্রথমবারের মতো ৩০ হাজারেরও বেশি দর্শকের সামনে গান পরিবেশন করে।

২০০১ সালে 'হুয়া আর' সঙ্গীতদল প্রথমবারের মতো চীনের কেন্দ্রীয় টেলিভিশন সিসিটিভি'র মঞ্চে গান পরিবেশন করে। একই বছরের ডিসেম্বর মাসে 'হুয়া আর' সঙ্গীতদলের দ্বিতীয় অ্যালবাম 'স্ট্রবেরির ঘোষণা' রিলিজ হয়।

২০০২ সালে 'হুয়া আর' সঙ্গীতদল দ্বিতীয় চীনা ভাষার পপসঙ্গীত পুরস্কারের মিডিয়া পুরস্কার লাভ করে। ২০০৪ সালে দলটি চতুর্থ বিশ্বে চীনা ভাষা সঙ্গীত তালিকার বার্ষিক জনপ্রিয় সঙ্গীতদলের পুরস্কার জিতে নেয়। একই বছরের জুন মাসে দলের অ্যালবাম 'আমি তোমার রোমিও' প্রকাশিত হয়।

২০০৯ সালের ১৩ জুলাই তা চাং ওয়েই 'হুয়া আর' সঙ্গীতদল থেকে সরে গিয়ে নিজের প্রথম গান 'ভালোবাসার আগুন' প্রকাশ করেন। একই বছরের ১১ অগাস্ট তার প্রথম ব্যক্তিগত অ্যালবামও বাজারে আসে।

২০১২ সালের ১০ জানুয়ারি চাং ওয়েই-এর অ্যালবাম 'বসন্তকে স্বাগত জানাই' প্রকাশিত হয়। পরের দিন তিনি চীনের শেনচেন টেলিভিশনের বসন্ত উত্সবের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।

২০১৪ সালে চীনের সিসিটিভি'র বসন্ত উত্সবের সাংস্কৃতিক অনুষ্ঠানে তা চাং ওয়েই 'অতি খুশি' নামের গান পরিবেশন করেন।

২০১৬ সালের ১৯ এপ্রিল তা চাং ওয়েই উপস্থাপক হিসেবে চীনের হু নান টেলিভিশনের 'থিয়ান থিয়ান সিয়াং শাং' অনুষ্ঠানে যোগ দেন।

২০১৯ সালের ৩১ আগাস্ট তা চাং ওয়েই নিজের সঙ্গীতজগতে যোগ দেয়ার ২০ বছর পূর্তিতে চীনের থিয়ান চিন শহরে 'sparkle 48' শীর্ষক সঙ্গীতানুষ্ঠান আয়োজন করেন।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে মূলত আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী তা চাং ওয়েই-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে। (শুয়েই/আলিম/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040