সংস্কার ও উন্মুক্তকরণ জোরদার করছে চীন
  2019-09-24 18:55:54  cri
সেপ্টেম্বর ২৪: গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ধারাবাহিক অনুষ্ঠানের মধ্যে প্রথম সাংবাদিক সম্মেলন আজ (মঙ্গলবার) বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে। চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিটির ভাইস চেয়ারম্যান ও জাতীয় পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক নিং জি চে সাংবাদিক সম্মেলনে বলেন, চীন অব্যাহতভাবে সংস্কার ও উন্মুক্তকরণ জোরদার করছে এবং বিশ্বব্যাপী সমতা ও প্রতিদ্বন্দ্বিতার বৈদেশিক ব্যবস্থা গড়ে তুলেছে।

নিং জি চে বলেন, বর্তমানে চীন হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক সত্তা, বৃহত্তম রপ্তানিকারক দেশ, বৈদেশিক মুদ্রা রিজার্ভকারী বৃহত্তম দেশ, পরিষেবা বাণিজ্যের দ্বিতীয় বৃহত্তম দেশ, দ্বিতীয় বৃহত্তম বিদেশি অর্থ ব্যবহারকারী দেশ ও বিদেশে পুঁজিবিনিয়োগকারী দ্বিতীয় বৃহত্তম দেশ। মোবাইল টেলিযোগাযোগ, আধুনিক পরমাণুবিদ্যুত্ উত্পাদন, মনুষ্যবাহী মহাকাশযান, কোয়ান্টাম বিজ্ঞান, গভীর সমুদ্র অনুসন্ধান ও সুপার কম্পিউটারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে চীন।

নিং জি চে আরো বলেন, ৭০ বছর ধরে চীনের স্থায়ী সম্পদ বিনিয়োগের পরিমাণ অব্যাহতভাবে বাড়ছে। শিক্ষা, সংস্কৃতি, চিকিত্সা, ক্রীড়া, সামাজিক সুরক্ষা, দারিদ্র্যবিমোচন ও প্রাকৃতিক পরিবেশ রক্ষার ক্ষেত্রে অনেক সাফল্য অর্জন করেছে চীন।

এ ছাড়া, চীন বিশ্বে শান্তি প্রতিষ্ঠা, উন্নয়ন ও আন্তর্জাতিক শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বেশি অবদান রেখেছে।

(ছাই/তৌহিদ/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040