ছাংএ্য ৪-এর 'দশম চন্দ্র দিবসে' বৈজ্ঞানিক অনুসন্ধান শুরু
  2019-09-24 18:10:51  cri
সেপ্টেম্বর ২৪: চীনের জাতীয় মহাকাশ ব্যুরোর খবরে বলা হয়, গতকাল (সোমবার) ২০টা ২৬ মিনিট ও রোববার ২০টা ৩০মিনিটে ছাংএ্য ফোর ল্যান্ডার ও 'ইউথু-টু' নামের চন্দ্র রোভার আলাদাভাবে 'দশম চন্দ্র দিবসে' বৈজ্ঞানিক অনুসন্ধান শুরু করেছে।

এর আগে ছাংএ্য-ফোর ল্যান্ডার ও 'ইউথু-টু' চন্দ্র রোভার চাঁদের পিছনে প্রচণ্ড ঠান্ডার মধ্যে ১৪টি 'চন্দ্র রাত' কাটায়। নবম 'চন্দ্র রাতে' ইউথু টু অজানা জেলিটিনাস পদার্থের সঙ্গে ধাক্কা খায়।

বর্তমান ছাংএ্য ফোর-এর ল্যান্ডার ও ইউথু টু চন্দ্র রোভারের অবস্থা স্বাভাবিক রয়েছে। এ পর্যন্ত ইউথু টু চন্দ্র রোভার চাঁদে মোট ২৮৪.৬৬১ মিটার দূরত্ব অতিক্রম করেছে।

(ছাই/তৌহিদ/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040