আজকের টপিক প্রসঙ্গ: চীনের কৃষকের ফসল উত্সব
  2019-09-24 11:16:34  cri


গতকাল (সোমবার) চীনের দ্বিতীয় 'কৃষকের ফসল উত্সব' পালিত হয়। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং কেন্দ্রীয় টেলিভিশন সিসিটিভির কৃষি ও গ্রাম চ্যানেলের মাধ্যমে গোটা চীনের কৃষক ও কৃষি, গ্রাম ও কৃষক সম্পর্কিত ক্যাডারদের আন্তরিক অভিনন্দন জানান এবং সিসিটিভির কৃষি ও গ্রাম চ্যানেল আনুষ্ঠানিকভাবে চালু হওয়ায় অভিনন্দন জানান।

তিনি বলেন, বসন্তকালে চাষ শুরু হয় ও শরত্কালে ফসল কাটা হয়। কৃষির ভিত্তি শক্তিশালী হলে উন্নয়ন জোরদার হয়। কৃষি, কৃষক ও গ্রামের সাফল্য হলো সমগ্র চীনা মানুষের সফলতা। তাই, এ বিভাগের ক্যাডারদের আন্তরিক অভিনন্দন জানান সি চিন পিং।

এ ছাড়া তিনি সিসিটিভির কৃষি ও গ্রাম চ্যানেল আনুষ্ঠানিক চালু হওয়ায় উষ্ণ অভিনন্দন জানান। তিনি আশা করেন, চ্যানেলটি গভীরভাবে নতুন যুগে চীনের কৃষক ও গ্রামের নতুন সাফল্য ও অবস্থা প্রচার করবে।

গতকাল ছিলো চীনের চান্দ্রপঞ্জিকার ২৪টি সোলার টার্মের অন্যতম শারদীয় বিষুব, চীনা ভাষায় ছিউ ফেং। এ বিশেষ দিনে বেশ কিছু রীতিনীতি পালন করা হয়। যেমন, ছিউ ফেং'র পর আর বজ্র বাজানো হবে না। মোটা কাঁকড়া খাওয়ার সময় আসছে। এবং এ দিন ঘুড়ি উড়ানোর ভালো সময়।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040