তিনি বলেন, বসন্তকালে চাষ শুরু হয় ও শরত্কালে ফসল কাটা হয়। কৃষির ভিত্তি শক্তিশালী হলে উন্নয়ন জোরদার হয়। কৃষি, কৃষক ও গ্রামের সাফল্য হলো সমগ্র চীনা মানুষের সফলতা। তাই, এ বিভাগের ক্যাডারদের আন্তরিক অভিনন্দন জানান সি চিন পিং।
এ ছাড়া তিনি সিসিটিভির কৃষি ও গ্রাম চ্যানেল আনুষ্ঠানিক চালু হওয়ায় উষ্ণ অভিনন্দন জানান। তিনি আশা করেন, চ্যানেলটি গভীরভাবে নতুন যুগে চীনের কৃষক ও গ্রামের নতুন সাফল্য ও অবস্থা প্রচার করবে।
(ছাই/তৌহিদ/তুহিনা)