বিশ্বের মানবাধিকার উন্নয়ন জোরদার করতে চায় বেইজিং: শ্বেতপত্র
  2019-09-22 19:20:33  cri
সেপ্টেম্বর ২২: চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয় আজ (রোববার) 'চীনা জনগণের সুখী জীবনের জন্য গণপ্রজাতন্ত্রী চীনের মানবাধিকার উন্নয়নের ৭০ বছর' শীর্ষক শেত্বপত্র প্রকাশ করেছে। শ্বেতপত্রে বলা হয়, চীন অব্যাহতভাবে বিশ্বের মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন জোরদার করছে।

শ্বেতপত্রে বলা হয়, গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর চীন অ্যাহতভাবে নিজের মানবাধিকার উন্নয়নের পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোকে উপনিবেশিক শাসন থেকে মুক্তি দিতে, জাতীয় স্বাধীনতা বাস্তবায়ন করতে, জাতিবিদ্বেষ দূর করতে, উন্নয়নশীল দেশগুলোর উন্নয়নের সামর্থ্য বাড়াতে, উন্নয়নে সহায়তা করতে এবং মানবিক সহায়তা বাড়ানোর চেষ্টা করেছে। দীর্ঘ ৭০ বছরে চীন বিশ্বের শান্তি ও উন্নয়ন রক্ষা করা এবং আন্তর্জাতিক মানবাধিকার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

(ছাই/তৌহিদ/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040