'এক-চীননীতি'-র প্রশ্নে আন্তর্জাতিক সমাজে ব্যাপক মতৈক্য আছে: সিআরআই সম্পাদকীয়
  2019-09-20 19:09:16  cri
সেপ্টেম্বর ২০: প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশ কিরিবাতি প্রজাতন্ত্র আজ (শুক্রবার) তাইওয়ান কর্তৃপক্ষের সঙ্গে তথাকথিত 'কূটনৈতিক সম্পর্ক' ছিন্ন করার কথা ঘোষণা করে। সলোমন দ্বীপপুঞ্জের পর, এক সপ্তাহের মধ্যে, তাইওয়ান কর্তৃপক্ষের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বিছিন্ন করা দ্বিতীয় দেশ কিরিবাতি। এখন পর্যন্ত তাইওয়ানের সঙ্গে তথাকথিত কূটনৈতিক সম্পর্ক রয়েছে মাত্র ১৫টি দেশের। এতে প্রমাণিত হয় যে, 'এক-চীননীতি'-র প্রশ্নে আন্তর্জাতিক সমাজে ব্যাপক মতৈক্য রয়েছে।

বিশ্বে একটি চীন আছে। এ কথা আজ স্বীকৃত। সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ান কর্তৃপক্ষ আন্তর্জাতিক সমাজে 'টাকার কূটনীতি' চালিয়ে আসছে, যা সংশ্লিষ্ট দেশ ও অঞ্চলে অস্থিতিশীলতা বয়ে এনেছে। অথচ সংশ্লিষ্ট দেশগুলোর উন্নয়নে সাহায্য করতে তাইওয়ান কর্তৃপক্ষের আন্তরিকতার অভাব স্পষ্ট। তারা শুধুমাত্র 'দুটি চীন' বাস্তবায়নের অপচেষ্টায় লিপ্ত।

অন্যদিকে বড়-ছোট সকল দেশের উন্নয়নের অধিকারকে স্বীকার করে চীন। শুধু স্বীকার করে না, তাদের সেই অধিকার বাস্তবায়নে সব ধরনের সাহায্য-সহযোগিতাও করে আসছে বেইজিং। তাই, কিরিবাতি ও সলোমন দ্বীপপুঞ্জের মতো দেশগুলো তাইওয়ানকে বাদ দিয়ে আসল চীনের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে উত্সাহিত হয়েছে। (লিালিা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040