বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতে আমরা ২০২২ বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস সম্পর্কে একটি প্রতিবেদন আপনাদের সাথে শেয়ার করবো, কেমন?
টুটুল: বন্ধুরা, ২০২২ বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস ও প্যারালিম্পিক গেমসের মাস্কট উন্মোচন অনুষ্ঠান ১৭ সেপ্টেম্বর বেইজিংয়ে জাতীয় শীতকালীন স্পোর্টস প্রশিক্ষণ কেন্দ্রের আইস হকি হলে অনুষ্ঠিত হয়। ২০২২ বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস ও প্যারালিম্পিক গেমসের মাস্কট "পিং টুন টুন" ও "স্যুয়ে রোং রোং" প্রথমবারের মত বিশ্বের সামনে প্রদর্শিত হয়। তারা আকর্ষণীয় কিনা? এবং কিভাবে তাদের জন্ম হয়, আসুন, আমরা একসাথে তাদের গল্প শুনবো, কেমন?
৮৪ দিনে, সারা বিশ্ব থেকে মোট ৫৮১৬টি ডিজাইন সংগ্রহ করা হয়। ডিজাইনারদের বয়স ৩ থেকে ৭৫ বছর পর্যন্ত। অবশেষে ১৭ সেপ্টেম্বর ২০২২ বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস ও প্যারালিম্পিক গেমসের মাস্কট "পিং টুন টুন" ও "স্যুয়ে রোং রোং"-এর জন্ম হয়। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট থমাস বাখ অনুষ্ঠানে বলেন,
আকাশ: আমি সবাইকে গ্যারান্টি দিচ্ছি, প্রথম বার মাস্কট দেখার সময় আপনারা সবাই আমার মতো এক্সাইটেড হয়ে পড়বেন। কারণ তা চীন ও চীনা জনগণের বৈশিষ্ট্যের একটি প্রতীক এবং তা অবশ্যই বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের অসাধারণ দূত হবে।
টুটুল: আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট থমাস বাখ ঠিক বলেছেন। শীতকালীন অলিম্পিক গেমসের মাস্কট "পিং টুন টুন" পান্ডার উপর ভিত্তি করে ডিজাইন করা হয়, তা শীতকালীন অলিম্পিক গেমসের খেলোয়াড়দের শক্তিশালী শরীরের এবং অধ্যবসায়ী ইচ্ছাশক্তি ও অনুপ্রেরণামূলক অলিম্পিক গেমসের স্পিরিটের প্রতীক।
শীতকালীন প্যারালিম্পিক গেমসের মাস্কট "স্যুয়ে রোং রোং" লণ্ঠনের উপর ভিত্তি করে ডিজাইন করা হয়। বিশ্বব্যাপী সবাই জানে যে, লণ্ঠন হচ্ছে চীনের এক ধরনের প্রতীক। যা ফসল, আনন্দ, উষ্ণতা এবং উজ্জ্বলতার প্রতিনিধিত্ব করে। তাতে শীতকালীন প্যারালিম্পিক গেমসের খেলোয়াড়দের স্পিরিট প্রতিফলিত হয়।
"স্যুয়ে রোং রোং" ডিজাইন দলের প্রতিনিধি চিন ওয়েই "স্যুয়ে রোং রোং" সম্পর্কে বলেন,
আকাশ: লণ্ঠন আলো প্রদান করে, তা সবার স্বপ্নকে আলো দেয় এবং এ আলো চীন থেকে এসেছে! শীতকালীন অলিম্পিক গেমসের সঙ্গে সঙ্গে বিশ্বব্যাপী এ আলো সম্প্রচার হবে। তা সবাইকে আশার স্বপ্ন দেখাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে চীনের খেলোয়াড়রাসহ সবাই মাস্কট "পিং টুন টুন" ও "স্যুয়ে রোং রোং" ভীষণ পছন্দ করে। চীনের শীতকালীন প্যারালিম্পিক গেমসের খেলোয়াড় ছেন চিয়ান সিন বলেন,
আকাশ: আকর্ষণীয়! তা চীনকে প্রতিনিধিত্ব করে। লণ্ঠন হচ্ছে চীনের এক ধরনের প্রতীক, তা লাল এবং এর ইতিবাচক অর্থ রয়েছে এবং তা চীনের জাতীয় পতাকার একই রং। পাশাপাশি তা শীতকালীন অলিম্পিক গেমস ও শীতকালীন প্যারালিম্পিক গেমসের স্পিরিট প্রতিনিধিত্ব করে।
চীনের শীতকালীন অলিম্পিক গেমসের আরেকজন খেলোয়াড় উ তা চিং বলেন,
আকাশ: "পিং টুন টুন" ও "স্যুয়ে রোং রোং" খুবই আকর্ষণীয়। আমি এখন প্রতিদিন বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের প্রস্তুতিমূলক প্রশিক্ষণ নিচ্ছি। আমি শীতকালীন অলিম্পিক গেমস নিয়ে অনেক প্রত্যাশায় রয়েছি।