হুয়াওয়ে'র সর্বশেষ ফ্ল্যাগশিপ ফাইভ-জি ডিভাইস 'মেট ৩০' উন্মোচিত
  2019-09-20 16:08:30  cri

সেপ্টেম্বর ২০: গতকাল (বৃহস্পতিবার) চীনের হুয়াওয়ে কোম্পানি জার্মানির মিউনিখে এক অনুষ্ঠানে নিজের সর্বশেষ ফ্ল্যাগশিপ ডিভাইস 'মেট ৩০' মোবাইল ফোন উন্মোচন করে। এটি হুয়াওয়ে'র প্রথম দ্বিতীয় প্রজন্মের ফাইভ-জি মোবাইল ফোন।

হুয়াওয়ে'র ভোক্তাবিষয়ক সিইও ইয়ু ছেং তুং অনুষ্ঠানে জানান, 'মেট ৩০' ডিভাইসের প্রসেসর থাকছে 'কিরিন ৯৯০ ফাইভ-জি'। এ ছাড়াও, ফোনটি চলবে অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ 'অ্যান্ড্রয়েড ১০' অপারেটিং সিস্টেমে। ডিভাইসটি ছয়টি রঙ-এ পাওয়া যাবে।  এতে রয়েছে ৬.৮ ইঞ্চি ওয়াটারফল ডিসপ্লে। (শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040