থুং আন ক্য
  2019-09-18 19:05:31  cri

থুং আন ক্য ১৯৫৯ সালের ২৬ জুলাই চীনের তাইওয়ান প্রদেশের কাও সিয়ুং শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন তাইওয়ান প্রদেশের পপসঙ্গীত মহলের একজন কণ্ঠশিল্পী, গীতিকার ও অভিনেতা।

১৯৮২ সালে থুং আন ক্য 'এই প্রেম রাখা যায় না' এবং 'রাতের দৃশ্য' নামে দুটি গান প্রকাশ করেন। ১৯৮৩ সালে তিনি আরও কয়েকটি জনপ্রিয় গান রচনা করেন।

১৯৮৪ সালে থুং আন ক্য নিজের অ্যালবাম প্রকাশের জন্য কাজ শুরু করেন। ১৯৮৫ সালে তার প্রথম ব্যক্তিগত অ্যালবাম 'তোমার কথা মনে পড়ে' প্রকাশিত হয়। একই বছর তার দ্বিতীয় অ্যালবাম 'নারী' বাজারে আসে।

১৯৮৬ সালে থুং আন ক্য'র তৃতীয় অ্যালবাম 'আমি ভালোবাসতাম' রিলিজ হয়। ১৯৮৭ সালে তার চতুর্থ অ্যালবাম 'আমার সঙ্গে চলো' প্রকাশিত হয়। একই বছর তিনি তাইওয়ান প্রদেশের সবচেয়ে জনপ্রিয় পুরুষ কন্ঠশিল্পীর পুরস্কার লাভ করেন। পাশাপাশি, তিনি 'ভালো ছেলে' নামের চলচ্চিত্রের জন্য সঙ্গীতও রচনা করেন।

১৯৮৯ সালে থুং আন ক্য'র পঞ্চম অ্যালবাম 'আসলে তুমি আমার মন বুঝো না' বাজারে আসে। এই অ্যালবামের মাধ্যমে থুং আন ক্য চীনের তাইওয়ান প্রদেশ, হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল এবং মূল ভূভাগে অনেক জনপ্রিয়তা পেয়েছেন।

১৯৮৯ সালে থুং আন ক্য'র ষষ্ঠ অ্যালবাম 'স্বপ্ন শুরুর স্থান' রিলিজ হয়। ১৯৯০ সালে থুং আন ক্য সপ্তম অ্যালবাম 'ফুলের পাপড়ির বৃষ্টি' প্রকাশের মাধ্যমে আন্তর্জাতিক সঙ্গীতমহলের দৃষ্টি আকর্ষণে সক্ষম হন।

১৯৯০ সালে থুং আন ক্য'র অ্যালবাম 'কাকে সত্যি ভালোবাসি' প্রকাশিত হয়। এর অন্যতম গান 'ইয়েলিয়া মেয়ে' সেই বছর টিভিবি'র শ্রেষ্ঠ দশটি চীনা ভাষার গানের তালিকার দ্বিতীয় স্থান দখল করে।

১৯৯২ সালে থুং আন ক্য'র অ্যালবাম 'ভালোবাসা ও দুঃখ' প্রকাশিত হয়। এই অ্যালবাম চীনের মূল ভূভাগের 'সোনালী অ্যালবাম'-এর পুরস্কার জিতে নেয়। থুং আন ক্য এই পুরস্কার পাওয়া প্রথম তাইওয়ানী কন্ঠশিল্পী।

১৯৯২ সালে থুং আন ক্য'র গান 'মাতৃভূমিকে ভুলে যেও না' তাকে চীনের দশ জন সবচেয়ে জনপ্রিয় কন্ঠশিল্পীর একজন হিসেবে স্বীকৃতি এনে দেয়। একই বছর থুং আন ক্য চীনের মূল ভূভাগে দশটি ভ্রাম্যমান সঙ্গীতানুষ্ঠান আয়োজন করেন।

১৯৯৪ সালে থুং আন ক্য'র একাদশ অ্যালবাম 'বর্তমানের পর' রিলিজ হয়। এই অ্যালবামের কারণে থুং আন ক্য চীনের সবচেয়ে জনপ্রিয় দশ কন্ঠশিল্পীর একজন হিসেবে পুরস্কার পান। একই বছরের জুলাই মাসে থুং আন ক্য তাইওয়ান প্রদেশের তাইপেই শহরে তিনটি সঙ্গীতানুষ্ঠান আয়োজন করেন।

১৯৯৫ সালে তার দ্বাদশ অ্যালবাম 'সমুদ্রের গান শোনো' প্রকাশিত হয়। ২০০৬ সালে থুং আন ক্য বেইজিংয়ে একটি সঙ্গীতানুষ্ঠান আয়োজন করেন।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে মূলত আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী থুং আন ক্য'র সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার গাওয়া কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/আলিম/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040