সুরের ধারার----চীনা গায়িকা চিন উন ছি
  2019-09-18 09:31:29  cri


বন্ধুরা, আজকের অনুষ্ঠানে চীনের একজন গায়িকা ও প্রযোজকের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো, তার নাম চিন উন ছি। তিনি তার নিজে রচিত মুগ্ধকর গানের জন্য পরিচিত। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গ চিন উন ছি'র কিছু সুন্দর গান শুনবো।

চিন উন ছি ১৯৮৬ সালে চীনের চিয়াং সি প্রদেশে জন্মগ্রহণ করেন। খুব ছোট থেকে তিনি সংগীত পছন্দ করেন, গান শুনতে শুনতে বড় হয়ে একজন গায়িকা হওয়ার সিদ্ধান্ত নেন। তার সিদ্ধান্ত বাবা মায়ের সমর্থন পায়। মাধ্যমিক স্কুলের সময়ে চিন উন ছি পিয়ানো ও একর্ডিয়ন শিখার পাশাপাশি, সংগীত প্রশিক্ষণও নেন। পরে তিনি চীনের সি আন সংগীত অ্যাকাডেমিতে ভর্তি হন অব্যাহতভাবে সংগীত শিখেন। বিশ্ববিদ্যালয়ের সময়ে চিন উন ছি বিভিন্ন সংগীত প্রতিযোগিতায় অংশ নেন এবং ভালো ফল পান, আর নিজে গান রচনা করতে শুরু করেন। দেখতে গায়িকা হওয়ার স্বপ্ন প্রায় পূরণ হবে। তবে বিশ্ববিদ্যালয়ের শিখা শেষের পর, ভালো গান রচনা করতে পারার কারণ চিন উন ছি একজন সংগীত প্রযোজক হয়েছেন।

বন্ধুরা, এখন শুনুন চিন উন ছি গাওয়া গান 'পাহাড়'। গান ১

প্রযোজক হওয়ার পর চিন উন ছি অন্য গায়কের জন্য গান রচনা করতে থাকে। তার রচিত গানের শৈলী বিচিত্র, বৈশিষ্ট্য বিশেষ আর শুনতে মুগ্ধকর, অনেক পেশাদার লোক ও গায়কের প্রশংসা ও পছন্দ পান তিনি। তখন চিন উন ছি এই নাম না জানলেও তার গান লোকদের মধ্যে জনপ্রিয় হয়।

বন্ধুরা, এখন চিন উন ছি চীনের বিখ্যাত গায়িকা ইয়াও পেই না'র জন্য রচিত একটি সুন্দর গান 'যদি তুমি নেই' শুনুন। গান ২

২০১৪ সালে চিন উন ছি চীনের জনপ্রিয় চলচ্চিত্র 'বেইজিংয়ের প্রেমের গল্প'-এর জন্য গান 'সময় একজন চোর' রচনা করেন। এই চলচ্চিত্রে ৫টি দম্পতির প্রেমের গল্পের মাধ্যে জীবনের বিভিন্ন ভালোবাসার স্বাদ প্রদর্শিত হয়। আর এই গানে জীবন পরিবর্তন ও সময় পাস হওয়ার প্রতি অনুভূতি বলা হয়। আর গানের কথাও সুন্দর ও মুগ্ধকর, গানের কথা এমন: সময় সবসময়ে আমাদের বিস্মিত করে, যেন রৌদ্রোজ্জ্বল দিনের পর বৃষ্টি হয়। সময় আমাদের যৌবন চুরি করেছে, তবে সৌভাগ্যক্রমে তুমি আমার কাছে রয়েছে। জীবন হচ্ছে একটি one-way ভ্রমণ, ভালো বা খারাপ দৃশ্য সব উপভোগ করতে হয়। আমাকে অসন্তুষ্টি বলে না, আমি শুধু তোমার পাশে থাকতে চাই।

বন্ধুরা, এখন এই সুন্দর গান শুনি। গান ৩

'সময় একজন চোর' এই গান বেশ জনপ্রিয় হয়েছে, আর এই গানের জন্য চিন উন ছি প্রথমবারের মত একজন গায়িকা হিসেবে সবার কাছে পরিচিত হন। পরে তিনি চীনের একটি জনপ্রিয় সংগীত অনুষ্ঠানে অংশ নেন, আনুষ্ঠানিকভাবে গায়িকা হিসেবে পারফরমেন্স করতে শুরু করেন।

বন্ধুরা, এখন শুনুন চিন উন ছি নিজের রচিত ও গাওয়া গান 'ভালোবাসা'। গান ৪

২০১৫ সালে চিন উন ছি তার প্রথম অ্যালবাম 'নিখুঁত পৃথিবী' প্রকাশ করেন। অ্যালবামের সব গান হচ্ছে প্রযোজক হিসেবে কাজ করার ১০ বছরে চরিত সুন্দর গান। তিনি অ্যালবাম 'নিখুঁত পৃথিপী' নাম করেন কারণ তার ধারণায় পৃথিপী আসলে নিখুঁত নয়, প্রত্যেক লোকও নিখুঁত নয়, তবে লোকের মেলামেশা এই পৃথিপী নিখুঁত করতে পারে।

বন্ধুরা, এখন শুনুন অ্যালবামের একটি সুন্দর গান 'ছোট ব্যক্তি'। গান ৫

'নিখুঁত লোকদের মেলামেশা পৃথিপীকে নিখুঁত করতে পারে', এটাও চিন উন ছি'র সংগীত ধারণা। তাই তার গানে বড় বিষয় নেই, বরং ছোট ব্যক্তির ছোট গল্প বলা হয়, এতে প্রত্যেক লোক বেশি বা কম একই অনুভূতি অনুভব করতে পারে।

'শান শান' এই গানে 'শান শান' নামে এক মেয়ের সঙ্গে আড্ডা করার মাধ্যমে বড় শহরে অনেক লোকের জীবনের সমস্যা ও অনুভূতি বলা হয়। গানের নরম সুর ও কণ্ঠে দর্শকরা সহজেই মুগ্ধ হবে।

বন্ধুরা, এখন চিন উন ছি'র গান 'শান শান' শুনি। গান ৮

বন্ধুরা, অনুষ্ঠানের শেষে আমরা চিন উন চি'র আরো একটি সুন্দর গান 'বিনোদন' শুনবো। আশা করি তার গান শুনে আপনাদের ভালো লাগবে। গান ৭

(তুহিনা/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040