ছি ছিন
  2019-09-17 19:26:20  cri

ছি ছিন ১৯৬০ সালে ১২ জানুয়ারি চীনের তাইওয়ান প্রদেশের তাইচুং শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনা সঙ্গীতমহলের খুব মর্যাদাপূর্ণ একজন কন্ঠশিল্পী ও অভিনেতা।

১৯৭৯ থেকে ১৯৮০ সাল পর্যন্ত ছি ছিন রেস্তোরাঁয় গান গাইতেন এবং নিজে গান রচনা করতেন। ১৯৮১ সালে ছি ছিনের প্রথম অ্যালবাম 'আবার তাকে দেখেছি' প্রকাশিত হয়। তারপর একই বছর ছি ছিন নৌবাহিনীতে যোগ দেন। সেখানে তিনি তিন বছর কাজ করেন।

১৯৮৫ সালে ছি ছিনের 'নেকড়ের অ্যালবাম' বাজারে আসে। ১৯৮৬ সালে ছি ছিন প্রেমের চলচ্চিত্র 'সুন্দর সবুজ ঘাস'-এ অভিনয় করেন।

১৯৮৭ সালে ছি ছিনের অ্যালবাম 'শীতকালের বৃষ্টি' রিলিজ হয়। অ্যালবামের একটি গান 'প্রায় শীতকালে' চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের একাদশ টপ টেন চায়নিস গোল্ডেন সং আ্যাওয়ার্ড লাভ করে।

১৯৮৮ সালে ছি ছিনের 'নেকড়ের অ্যালবাম' চীনের মূল ভূভাগে রিলিজ হয়। ১৯৯১ সালে ছি ছিন চীনের মূল ভূভাগে প্রথমবারের মতো ভ্রাম্যমান সঙ্গীতানুষ্ঠান আয়োজন করেন।

১৯৯২ সালে ছি ছিন তাইওয়ানের শ্রেষ্ঠ অ্যালবাম-প্রযোজকের পুরস্কার লাভ করেন। ১৯৯৫ সালে ছি ছিন আরেকটি অ্যালবাম 'ব্যথা ও আনন্দ' প্রকাশ করেন। এই অ্যালবামের অন্যতম গান 'স্মৃতি বাতাসের সঙ্গে চলে যায়' Channel V-এর শ্রেষ্ঠ ২০টি চীনা ভাষা গানতালিকার শ্রেষ্ঠ বার্ষিক গানের পুরস্কার জিতে নেয়।

১৯৯৬ সালে ছি ছিন 'রেশমপথ' অ্যালবামের জন্য অষ্টম তাইওয়ানের 'গোল্ডেন মেলোডি অ্যাওয়ার্ডস'-এর শ্রেষ্ঠ কন্ঠশিল্পীর পুরস্কার পান।

১৯৯৮ সালে 'কী দিয়ে তোমাকে ভালোবাসবো' অ্যালবামের জন্য ছি ছিন দশম সোনালী সঙ্গীত পুরস্কারের শ্রেষ্ঠ পুরুষ কন্ঠশিল্পীর মনোনোয়ন লাভ করেন।

২০০১ সালে ছি ছিন প্রথম টপ চায়নিস মিউজিক অ্যাওয়ার্ডস-এর আন্তঃশতাব্দী শ্রেষ্ঠ সঙ্গীতের পুরস্কার লাভ করেন। ২০০৩ সালে ছি ছিন বেইজিংয়ে 'বসন্তকাল' শীর্ষক সঙ্গীতানুষ্ঠান আয়োজন করেন।

২০০৪ সালে ছি ছিন চীনের কেন্দ্রীয় টেলিভিশন (সিসিটিভি)-র বসন্ত উত্সবের সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে হংকংয়ের বিখ্যাত কন্ঠশিল্পী মো উন উয়ে'র সঙ্গে 'বাইরের বিশ্ব' গানটি পরিবেশন করেন।

২০১০ সালে ছি ছিন 'সুন্দর দৃষ্টিভঙ্গি' নামের অ্যালবাম প্রকাশ করেন। এই অ্যালবামের অন্যতম গান 'চাং সানের গান' সেই বছর শ্রেষ্ঠ গান হিসেবে স্বীকৃতি পায়।

২০১৩ সালে ছি ছিন চীনের হুনান টেলিভিশনের 'আই অ্যাম সিংগার' শীর্ষক লাইভ শো'তে অংশ নেন। ২০১৪ সালে ছি ছিন চীনের চেচিয়াং টেলিভিশিনের 'ভয়েস অব চায়না'-তে অংশ নেন। ২০১৭ সালে ছি ছিনের সর্বশেষ অ্যালবাম 'সঙ্গীতে ভ্রমণ' প্রকাশিত হয়।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে মূলত আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ছি ছিনের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে। (শুয়েই/আলিম/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040