তিনি বলেন, ডাক-সেবার ক্ষেত্রে চীন বিশ্বের সবচেয়ে অগ্রসর একটি দেশ ও বাজার। চীনে যত পার্সেল বিতরণ করা হয়, তা যুক্তরাষ্ট্র, জাপান ও ইউরোপসহ বিভিন্ন উন্নত দেশের মোট পার্সেলের চেয়েও বেশি।
তিনি আরও বলেন, প্রতিবছর ডাক-সেবা গ্রহণকারীর সংখ্যা ১০০ বিলিয়ন পার্সনটাইমস। আর প্রতিবছর এ খাতে ২ লাখ কর্মসংস্থান নতুন করে সৃষ্টি হয়। বর্তমানে চীন বিশ্বের দু'শতাধিক দেশ ও অঞ্চলের সঙ্গে ডাক-সেবা খাতে সম্পর্ক স্থাপন করেছে। (লিলি/আলিম)