প্রায় গোটা চীন ডাক-সেবার আওতায় এসেছে: মা চুন শেং
  2019-09-17 16:59:55  cri

সেপ্টেম্বর ১৭: চীনের প্রায় সব অঞ্চল ডাক-সেবার আওতায় এসেছে। গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর বিগত ৭০ বছরে দেশে ডাক-সেবার পরিমাণ ৭৭০০ গুণেরও বেশি বেড়েছে। প্রায় সকল গ্রাম ডাক-সেবার আওতায় এসেছে। চীনের ভিতরের ডাক-যোগাযোগ নেটওয়ার্ক এবং চীনের সঙ্গে বিদেশের ডাক-যোগাযোগ নেটওয়ার্ক সম্পূর্ণ করার কাজও প্রায় শেষের পথে। আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে চীনের জাতীয় ডাক ব্যুরোর মহাপরিচালক মা চুন শেং এ সব কথা বলেন।

তিনি বলেন, ডাক-সেবার ক্ষেত্রে চীন বিশ্বের সবচেয়ে অগ্রসর একটি দেশ ও বাজার। চীনে যত পার্সেল বিতরণ করা হয়, তা যুক্তরাষ্ট্র, জাপান ও ইউরোপসহ বিভিন্ন উন্নত দেশের মোট পার্সেলের চেয়েও বেশি।

তিনি আরও বলেন, প্রতিবছর ডাক-সেবা গ্রহণকারীর সংখ্যা ১০০ বিলিয়ন পার্সনটাইমস। আর প্রতিবছর এ খাতে ২ লাখ কর্মসংস্থান নতুন করে সৃষ্টি হয়। বর্তমানে চীন বিশ্বের দু'শতাধিক দেশ ও অঞ্চলের সঙ্গে ডাক-সেবা খাতে সম্পর্ক স্থাপন করেছে। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040