চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের পৌর সরকারের ধাবাহিক ব্যবস্থার সমর্থন অঞ্চলটির বিভিন্ন মহলের
  2019-09-17 14:55:40  cri

সেপ্টেম্বর ১৭: গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী উপলক্ষে হংকং চীনের আমদানি-রপ্তানি অ্যাসোসিয়েশন গতকাল (সোমবার) এক অনুষ্ঠানের আয়োজন করে। হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যারি লাম চেং ইয়ুয়ে এতে অংশ নেন। এ সময় তিনি বলেন, হংকংয়ের উচিত সুযোগ কাজে লাগিয়ে দেশের উন্নয়নে ইতিবাচকভাবে অংশগ্রহণ করা। বিশেষ প্রশাসনিক অঞ্চলের পৌর সরকার বিদ্যমান হংকং সমস্যা সমাধান করতে ধারাবাহিক ব্যবস্থাও গ্রহণ করেছে। হংকংয়ের বিভিন্ন মহলের ব্যক্তিগণ বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকারের প্রতি সমর্থন দেন। তারা 'এক দেশ, দুই সামাজিক ব্যবস্থা'র ভিত্তিতে হংকংয়ের ভবিষ্যতে উজ্জ্বল সম্ভাবনার আশা-আকাঙ্ক্ষা প্রকাশ করেন। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন বিস্তারিত।

এ দিন, চীনের জাতীয় গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের ভাইস-চেয়ারম্যান লেউং চুন ইং, হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যারি লাম চেং ইয়ুয়ে, হংকংয়ে চীনের কেন্দ্রীয় সংস্থাগুলোর দায়িত্বশীল কর্মকর্তা, বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকারি কর্মকর্তা এবং অঞ্চলটির বাণিজ্যিক মহলের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় ক্যারি লাম চেং ইয়ুয়ে বলেন, চলতি বছর গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী। দেশটিতে গত ৪০ বছর ধরে সংস্কার ও উন্মুক্তকরণ নীতি প্রবর্তনের পর যাই হোক না কেন, অর্থনীতি, সমাজ ও গণজীবিকা, নানা ক্ষেত্রে লক্ষ্যণীয় অগ্রগতি অর্জিত হয়েছে। হংকংয়ের উচিত সুযোগ কাজে লাগিয়ে দেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করা। তিনি বলেন,

'অতীতের দিকে তাকালে বোঝা যায় যে, হংকং বরাবরই মূলভূভাগের সঙ্গে বিশ্বের অন্যান্য দেশের সংযুক্তির ভূমিকা পালন করে আসছে। হংকং বিদেশি প্রতিষ্ঠানকে চীনা বাজারে প্রবেশ করতে এবং মূলভূভাগের প্রতিষ্ঠানকে বিদেশে যেতে সাহায্য করে। ভবিষ্যতের দিকে তাকালে আমাদের উচিত সুযোগ কাজে লাগিয়ে দেশের প্রস্তাবিত 'কুয়াংতোং—হংকং-ম্যাকাও উপসাগরীয় অঞ্চল ও 'এক অঞ্চল, এক পথ' সংশ্লিষ্ট নির্মাণে যোগ দেওয়া, যাতে দেশের চাহিদা মেটাতে হংকংয়ের সুবিধা বহিঃপ্রকাশ করা যায়।

ক্যারি লাম চেং ইয়ুয়ে আরও বলেন, গত কয়েক মাস ধরে হংকং কঠোর পরিস্থিতির সম্মুখীন হচ্ছে, যা অঞ্চলটি অর্থনীতি, গণজীবিকা, বৈদেশিক বাণিজ্যিক সম্পর্ক, পর্যটন ও খুচরা বিক্রিসহ নানা ক্ষেত্রের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এর কারণে হংকং অর্থনীতি আরও হ্রাস পেয়েছে। এ অচলাবস্থা মোকাবিলা করতে বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকার 'প্রতিষ্ঠানকে সমর্থন, কর্মসংস্থান রক্ষা এবং গণজীবিকার কঠোরতা দূর করা'সহ নানা ব্যবস্থা গ্রহণ করেছে, যাতে প্রতিষ্ঠান ও শহরবাসীদের অর্থনীতির হ্রাসের কারণে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলা করা যায়।

হংকংয়ের বিভিন্ন মহলের ব্যক্তিগণ এ সময় সরকারের ধারাবাহিক ব্যবস্থা সমর্থনের কথা ব্যক্ত করেন। তারা বলেন, 'এক দেশ, দুই সামাজিক ব্যবস্থা'র মূল নীতির ভিত্তিতে হংকংয়ের ভবিষ্যত আরও উজ্জ্বল হবে বলে তারা আস্থাবান। হংকং চীনের আমদানি-রপ্তানি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান লি লুং আন বলেন, মাতৃদেশের সমর্থনে হংকং কঠিন অবস্থা কাটিয়ে উঠে এবং উন্নয়ন অব্যাহত রাখে।

তিনি বলেন, 'যখনই হংকং কষ্টের সম্মুখীন হয়, তখনই যথাসাধ্য সমর্থন করে মাতৃদেশ। হংকংকে নানা কঠিন অবস্থা থেকে রক্ষা করেছে মাতৃদেশ। বিভিন্ন শিল্প অব্যাহতভাবে উন্নত হচ্ছে। আমরা গভীরভাবে অনুভব করেছি যে, মাতৃদেশ শক্তিশীল হলে কেবল আমাদের উন্নতি হয়। 'এক চীন, দুই সামাজিক ব্যবস্থা' নীতি হংকংয়ের টেকসই সমৃদ্ধি ও স্থিতিশীলতার একমাত্র স্তম্ভ।

চীনের শান্তি ও ঐক্য প্রমোশন অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান ছিউ ওয়েই মিন বলেন, 'হংকং চীনের অবিচ্ছেদ্য অংশ।অঞ্চলটির উচিত চীনের উন্মুক্তকরণের সুযোগ কাজে লাগিয়ে এবং দেশের শক্তিশালী বাজারের উপর নির্ভর করে নিজের উজ্জ্বলতা সৃষ্টি করা। (রুবি/টুটুল/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040