সংশ্লিষ্ট আমেরিকানদের 'জিরো-সাম' মানসিকতা ত্যাগ করার তাগিদ দিল চীন
  2019-09-16 19:27:09  cri
সেপ্টেম্বর ১৬: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং আজ (সোমবার) বেইজিংয়ে এক নিয়েমিত সাংবাদিক সম্মেলনে বলেন, সংশ্লিষ্ট আমেরিকানদের উচিত স্নায়ুযুদ্ধকালীন 'জিরো-সাম' মানসিকতা পরিত্যাগ করা এবং চীন-মার্কিন সম্পর্ককে যুক্তির কষ্টিপাথরে বিচার করা। এতে উভয় পক্ষই লাভবান হবে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ফোর্ড বলেন, চীন যুক্তরাষ্ট্র ও মার্কিন মিত্রদের লক্ষ্য করে যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, তার বিরুদ্ধে পর্যাপ্ত প্রতিক্রিয়া জানাবে ওয়াশিংটন। এ প্রসঙ্গে হুয়া ছুন ইং বলেন, ফোর্ডের বক্তব্যে 'জিরো-সাম' মানসিকতা প্রতিফলিত হয়। এমন মানসিকতা পরিত্যাগ করা উচিত। ইতিহাস প্রমাণ করেছে যে, চীনের উন্নয়ন বিশ্বের জন্য একটি সুযোগ। (জিনিয়া/আলিম/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040