হুয়াওয়েই'র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ জানাল বেইজিং
  2019-09-16 18:58:43  cri
সেপ্টেম্বর ১৬: হুয়াওয়েইর ফাইভ-জি নেটওয়ার্ক 'জাতীয় নিরাপত্তা সমস্যা' সৃষ্টি করবে বলে ট্রাম্প প্রশাসন যে ভিত্তিহীন অভিযোগ করে আসছে, বেইজিং এর তীব্র প্রতিবাদ জানায়। 'জাতীয় নিরাপত্তার' অজুহাতে চীনের শিল্পপ্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখার অধিকার খর্ব করা হচ্ছে বলেও বেইজিং মনে করে। আজ (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং এ কথা বলেন।

তিনি বলেন, ট্রাম্প প্রশাসন রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে চীনা শিল্পপ্রতিষ্ঠানকে দমন করার চেষ্টা করছে। এ ধরনের আচরণ বাজার-অর্থনীতির মৌলিক চেতনা ও আন্তর্জাতিক নিয়মের লঙ্ঘন। অথচ হুয়াওয়েইর ফাইভ-জি নেটওয়ার্ক 'জাতীয় নিরাপত্তার জন্য হুমকি'—এই কথার সপক্ষে যুক্তরাষ্ট্র কোনো প্রমাণও দেখায়নি। (লিলি/আালিমা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040