বেইজিং-মস্কো সম্পর্ক ইতিহাসের সবচেয়ে ভালো পর্যায়ে রয়েছে: রুশ তথ্যমাধ্যমকে চীনা প্রধানমন্ত্রী
  2019-09-16 18:20:51  cri
সেপ্টেম্বর ১৬: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং বলেছেন, তাঁর দেশের সঙ্গে রাশিয়ার সম্পর্ক বর্তমানে ইতিহাসের সবচেয়ে ভালো পর্যায়ে রয়েছে। বিগত ৭০ বছর ধরে দু'দেশের এ সম্পর্ক ধীরে ধীরে শক্তিশালী হয়েছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী লি তাঁর রাশিয়া সফরের প্রাক্কালে রুশ গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাত্কারে এ কথা বলেন।

লি খ্য ছিয়াং বলেন, দু'দেশের মধ্যে উচ্চ পর্যায়ের বিনিময় ও বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতাব্যবস্থা স্থাপিত হয়েছে। চীন ও রাশিয়া জাতিসংঘের প্রতিষ্ঠাতাদেশ এবং নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে চীন ও রাশিয়া ঘনিষ্ঠভাবে সহযোগিতা করে এবং বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার দৃঢ় শক্তিতে পরিণত হয়েছে।

তিনি বলেন, দু'দেশের উচিত 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগকে ইউরোপ-এশিয়া অর্থনৈতিক জোটের সঙ্গে সংযুক্ত করা, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের ভিত্তি দৃঢ়তর করা, জাতিসংঘকেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থা রক্ষা করা, এবং বিশ্বের শান্তি, স্থিতিশীলতা ও ন্যায্যতা রক্ষা করা।

লি খ্য ছিয়াং আরও বলেন, চীন ও রাশিয়ার মধ্যে প্রধানমন্ত্রী পর্যায়ের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়ে আসছে। এ পর্যন্ত ২৩ বার এ বৈঠক হয়েছে। দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে এ বৈঠকগুলো ইতিবাচক ভূমিকা রাখছে। চীন ও রাশিয়ার সহযোগিতায় সাফল্য অর্জিত হচ্ছে, যা দু'দেশের জনগণের জন্য কল্যাণ সৃষ্টি করেছে এবং বিশ্বের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক উপাদান যুগিয়েছে। (শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040