চীন চলতি বছর অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হবে: মুখপাত্র
  2019-09-16 16:07:09  cri
সেপ্টেম্বর ১৬: গত অগাস্টে চীনের অর্থনীতি স্থিতিশীল ছিল এবং কোনো কোনো ক্ষেত্রে অর্থনীতিতে উন্নতিও ঘটেছে। আশা করা যায়, চলতি বছর চীনের অর্থনৈতিক উন্নয়নের পূর্বনির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হবে। চীনের রাষ্ট্রীয় পরিসংখ্যান ব্যুরোর মুখপাত্র ফু লিং হুই আজ (সোমবার) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

প্রেস ব্রিফিংয়ে চীনের রাষ্ট্রীয় পরিসংখ্যান ব্যুরো অগাস্ট মাসে চীনের অর্থনীতির উন্নয়নসম্পর্কিত প্রধান সূচকগুলো প্রকাশ করে। মুখপাত্র জানান, চলতি বছরের প্রথম ৮ মাসে চীনের বৈদেশিক বাণিজ্য ও পুঁজি বিনিয়োগ খাতে প্রবৃদ্ধির গতি ছিল দ্রুত এবং এসময় বৈদেশিক মুদ্রার মজুতও বেড়েছে।

মুখপাত্র ফু লিং হুই আরও জানান, চলতি বছর আন্তর্জাতিক অর্থনৈতিক পরিবেশ খুব জটিল, বৈশ্বিক আর্থিক খাতে প্রবৃদ্ধি হ্রাস পাচ্ছে। আর চীন এখন আর্থিক খাতের কাঠামোগত বিন্যাসের পর্যায়ে রয়েছে। তাই অর্থনীতির ওপর খানিকটা চাপ আছে। তবে, চীনের অর্থনীতির স্থিতিশীল উন্নয়ন বজায় থাকার লক্ষণগুলো স্পষ্ট। (শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040