হুয়াওয়েই'র উদার দৃষ্টিভঙ্গি পশ্চিমা শিল্পপ্রতিষ্ঠানগুলোকে আকৃষ্ট করবে: মার্কিন অর্থনীতিবিদ
  2019-09-16 15:50:55  cri
সেপ্টেম্বর ১৬: মার্কিন অর্থনীতিবিদ থমাস ফ্রিডম্যান সম্প্রতি 'নিউইয়র্ক টাইমস' পত্রিকায় প্রকাশিত এক প্রবন্ধে বলেছেন, চীনের হুয়াওয়েই কোম্পানির দৃষ্টিভঙ্গি উদার। ফলে এ কোম্পানির বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সকল অভিযোগ ভবিষ্যতে যেমন ভিত্তিহীন প্রমাণিত হবে, তেমনি আরও বেশি পশ্চিমা কোম্পানি হুয়াওয়েই'র অংশীদার হতে আগ্রহী হবে।

তিনি জানান, সম্প্রতি হুয়াওয়েইর প্রতিষ্ঠাতা ও সিইও রেন চেনফেইয়ের সঙ্গে তাঁর কথা হয়েছে। রেন চেন ফেই তাকে বলেছেন, হুয়াওয়েই মার্কিন বিচার মন্ত্রণালয়ের সঙ্গে সকল ইস্যুতে আলোচনা করতে প্রস্তুত। পাশাপাশি, আগ্রহী মার্কিন কোম্পানিগুলোকে হুয়াওয়েই তার ফাইজ-জি প্লাটফর্মের পুরোটা ব্যবহার করতে দিতেও রাজি। সেক্ষেত্রে অনুমোদনপ্রাপ্ত মার্কিন কোম্পানি হুয়াওয়েইর সফ্টওয়ারের কোড পরিবর্তন করতে পারবে এবং এভাবে সেদেশের তথ্য-নিরাপত্তা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ফ্রিডম্যান হুয়াওয়েইর এই দৃষ্টিভঙ্গিকে 'উদার' বলে আখ্যায়িত করেন। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040