ইন্টারনেটে জনগণের স্বার্থ রক্ষার ওপর চীনা প্রেসিডেন্টের গুরুত্বারোপ
  2019-09-16 15:25:53  cri
সেপ্টেম্বর ১৬: ইন্টারনেটে সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। তিনি সম্প্রতি 'ইন্টারনেট-নিরাপত্তা প্রচারণা সপ্তাহ' উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে এ ব্যাপারে জনসচেতনতা সৃষ্টির ওপরও গুরুত্বারোপ করেন।

প্রেসিডেন্ট সি বলেন, দেশের ইন্টারনেট-নিরাপত্তার কাজ হতে হবে জনগণকে কেন্দ্র করে। তাদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং সাধারণ মানুষের বৈধ অধিকার রক্ষায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, ইন্টারনেট-নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতাও জোরদার করতে হবে। বিশ্বের সাধারণ মানুষ যেন ইন্টারনেটের ক্ষতিকর উপাদানগুলো থেকে নিরাপদ থাকে, তা নিশ্চিত করতে হবে।

ইন্টারনেট-নিরাপত্তা প্রচারণা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান আজ (সোমবার) থিয়ান চিন শহরে আয়োজিত হয়। চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও সিপিসি'র প্রচার বিভাগের প্রধান হুয়াং খুন মিং উদ্বোধনী অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং-এর বাণী পড়ে শোনান। তিনি বলেন, প্রেসিডেন্ট সি'র গুরুত্বপূর্ণ নির্দেশনা অনুসারে, ইন্টারনেট-নিরাপত্তা নিশ্চিত করতে হবে ও কার্যকরভাবে ইন্টারনেটে জনগণের স্বার্থ রক্ষা করতে হবে। (শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040