দৃঢ়ভাবে 'এক দেশ, দুই ব্যবস্থা' নীতি বাস্তবায়ন করা হবে: ম্যাকাও প্রশাসক
  2019-09-16 15:09:44  cri

সেপ্টেম্বর ১৬: চীনের ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের পঞ্চম প্রশাসক হ্য ই ছেং সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-র 'রেডিও দা গ্রেট বে'-কে দেওয়া এক বিশেষ সাক্ষাত্কারে বলেন, ম্যাকাও অব্যাহতভাবে 'এক দেশ, দুই ব্যবস্থা' নীতি বাস্তবায়ন করবে এবং কুয়াংতুং-হংকং-ম্যাকাও বৃহত্তর উপসাগর অঞ্চল সৃষ্টির সুযোগ কাজে লাগাবে।

হ্য ই ছেং জোর দিয়ে বলেন, 'এক দেশ, দুই ব্যবস্থা' বাস্তবায়নের পূর্বশর্ত হলো সংবিধান ও মৌলিক আইন মেনে চলা। কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে দৃঢ়ভাবে এই নীতি বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, মূল ভূভাগের অধীনে ফিরে আসার আগে একসময় ম্যাকাও-এ অর্থনীতি দুর্বল হয়ে পড়ে এবং এর ফলে সামাজিক বিশৃঙ্খলা দেখা দেয়। বর্তমানে ম্যাকাও-এর অর্থনীতি উন্নত হয়েছে, জনগণের জীবনমান উন্নত হয়েছে, এবং জনগণের রাজনৈতিক অবস্থান তুলনামূলকভাবে শক্তিশালী হয়েছে।

হ্য ই ছেং আরও বলেন, কেন্দ্রীয় সরকার ও মূল ভূভাগের জনগণের সমর্থন ছাড়া ম্যাকাও-এর উন্নয়ন সম্ভব না। ভবিষ্যতে ম্যাকাও মূল ভূভাগের সঙ্গে বিনিময় আরও জোরদার করবে। (শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040