বিক্ষোভকারীদের অবৈধ হিংসাত্মক আচরণের তীব্র নিন্দা জানায় হংকং পুলিশ
  2019-09-16 10:55:41  cri
সেপ্টেম্বর ১৬: আজ (সোমবার) ভোরে হংকং পুলিশ পক্ষ জানিয়েছে, গতকাল (রোববার) ব্যাপক বিক্ষোভকারীরা পুলিশ পক্ষের বিরোধিতা উপেক্ষা করে হংকংয়ের বিভিন্ন এলাকায় অবৈধ সমাবেশ করেছে। তারা অবৈধভাবে রাস্তা অবরোধ করা, সরকারি অফিস ও পুলিশদের ওপর পেট্রোল বোমা নিক্ষেপ করা এবং নানান দিকে অগ্নিসংযোগ করাসহ বিভিন্ন হিংসাত্মক আচরণ চালিয়েছে, যা পুরোপুরি হংকংয়ের আইন ও শৃঙ্খলা উপেক্ষা করেছে, তার বিরুদ্ধে তীব্র নিন্দা জানায় হংকং পুলিশ।

উল্লেখ্য, ১৫ সেপ্টেম্বর হংকং দ্বীপ এলাকায় আয়োজিত সমাবেশের প্রতিবাদ জানিয়েছে স্থানীয় পুলিশ, কিন্তু ব্যাপক বিক্ষোভাকারীরা অনেক এলাকায় অবৈধ সমাবেশ করে, এতে স্থানীয় অঞ্চলের রাস্তা চলাচল বন্ধ হয়ে যায়। চরমপন্থী বিক্ষোভকারীদের হিংসাত্মক তত্পরতার বিরুদ্ধে কঠোরভাবে আইন প্রয়োগ করে দৃঢ়ভাবে হংকংয়ের জনসাধারণের নিরাপত্তা রক্ষা এবং সকল অপরাধীদের আইনানুগ শাস্তি দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে হংকং পুলিশ। (সুবর্ণা/টুটুল/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040