বিক্ষোভকারীদের হিংসাত্মক আচরণের তীব্র নিন্দা জানায় চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকার
  2019-09-16 10:52:23  cri
সেপ্টেম্বর ১৬: গতকাল (রোববার) রাতে হংকং দ্বীপ এলাকায় চরম বিক্ষোভকারীদের হিংসাত্মক তত্পরতার তীব্র নিন্দা জানিয়েছে চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকার। তাদের আচরণ গুরুতরভাবে শহরবাসীদের নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা ক্ষতিগ্রস্ত করেছে বলে অভিযোগ করেছে স্থানীয় সরকার।

সরকারের মুখপাত্র জানিয়েছেন, বিক্ষোভকারীরা পুলিশ পক্ষের বিজ্ঞপ্তি উপেক্ষা করে কাওসওয়ে বেই,ওয়ানছাই আর সেন্ট্রালসহ বিভিন্ন এলাকায় অবৈধভাবে সমাবেশ করে,তাদের মধ্যে কেউ কেউ আবর্জনা দিয়ে বহু রাস্তা অবরোধ করে, যা গুরুতরভাবে সংশ্লিষ্ট এলাকার যাতায়াতে বাধা সৃষ্টি করে। কিছু কিছু চরম বিক্ষোভকারী সরকারের সদরদপ্তরে পেট্রোল বোমা ও ইট নিক্ষেপ করে এবং ওয়ানছাইতে অগ্নিসংযোগ করে।

বিক্ষোভকারীদের অবৈধ হিংসাত্মক তত্পরতার কঠোর সমালোচনা ও নিন্দা জানায় স্থানীয় সরকার। চলমান অচলাবস্থা সমাধানে সরকার যথাযথা আন্তরিকতা প্রকাশ করেছে। স্থানীয় শহরবাসীদের সাথে সংলাপ করে সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশা প্রকাশ করেছে স্থানীয় সরকার।(সুবর্ণা/টুটুল/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040