'রূপালী চাঁদের আলোর মধ্যে'
  2019-09-16 13:38:34  cri


বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে কয়েকজন পুরুষ কন্ঠশিল্পীর কন্ঠে গান শোনাবো। প্রথমে শোনাবো দংলাইদংওয়াংয়ের কন্ঠে 'কেইপ নম্বর ৭' (Cape No.7) নামের গান। দংলাইদংওয়াং'র আসল নাম দাই এন জে। তিনি ১৯৮৩ সালের ৩ ডিসেম্বরে চীনের চেচিয়াং প্রদেশের লিশুইতে জন্মগ্রহণ করেন। ২০০৪ সালে তিনি চীনা ইন্টারনেট পপ কন্ঠশিল্পী প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেন। ২০০৫ সালে তিনি চীনা সংস্কৃতি ও শিল্প ফাউন্ডেশানের সবচেয়ে জনপ্রিয় ইন্টারনেট কন্ঠশিল্পীর পুরস্কার লাভ করেন। ২০০৭ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। 'কেইপ নম্বর ৭' নামের গান চীনের তাইওয়ানের একটি চলচ্চিত্রের থিম সং, ২০০৮ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন দংলাইদংওয়াংয়ের কন্ঠে 'কেইপ নম্বর ৭' শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে কন্ঠশিল্পী দুও লিয়াংয়ের কন্ঠে 'আন্তরিকতা প্রকাশ করুন' নামের গান শোনাবো। তিনি ১৯৮৫ সালের ৪ অগাষ্টে চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের কারামাইতে জন্মগ্রহণ করেন। ২০১০ সালে তিনি চেচিয়াং প্রদেশ টিভি কেন্দ্রের সংগীত প্রতিযোগিতায় অংশ নেন। সে বছরের ২০ অক্টোবর তিনি হলিউডের চলচ্চিত্র 'টোটাল রিকল'-এর (Total Recall) চীনা ভাষার থিম সং গেয়েছেন। ২০১২ সালে তিনি 'ভয়েস অব চায়না' নামের সংগীত প্রতিযোগিতায় অংশ নেয়ার পর সারা চীনে জনপ্রিয় হয়ে ওঠেন। 'আন্তরিকতা প্রকাশ করুন' নামের গান একটি টিভি সিরিজের থিম সং, ২০১৫ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন দুও লিয়াংয়ের কন্ঠে 'আন্তরিকতা প্রকাশ করুন' নামের গান। এখন আমি আপনাদেরকে কন্ঠশিল্পী ফান ফান'র কন্ঠে 'আমি জোর দিয়ে তোমাকে জানাতে চাই' শীর্ষক গান শোনাবো। তিনি ১৯৭৮ সালের ২০ অক্টোবর হ্যনান প্রদেশের চেংচৌ শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন পপ কন্ঠশিল্পী, সংগীত প্রযোজক ও দৌড়বিদ। ২০০৭ সালে তিনি নিজের প্রথম সংগীত প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে বিনোদনজগতে প্রবেশ করেন। তিনি অন্যান্য বিখ্যাত কন্ঠশিল্পীদের জন্য সংগীত প্রযোজনা করেন। ২০০৯ সালে তিনি টিভি সিরিজের থিম সং গেয়েছেন। ২০১১ সালে তিনি টিভি সিরিজে অভিনয় শুরু করেন। 'আমি জোর দিয়ে তোমাকে জানাতে চাই' নামের গান তাঁর অভিনীত টিভি সিরিজের থিম সং, ২০১১ সালে রিলিজ হয়। চলুন, আমরা গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন ফান ফান'র কন্ঠে 'আমি জোর দিয়ে তোমাকে জানাতে চাই' শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে তাইওয়ানের কন্ঠশিল্পী ফান ই ছেন'র কন্ঠে 'সীমান্তের দক্ষিণাঞ্চলে' নামের গান শোনাবো। তাঁর আসল নাম ফান ইয়ৌ ছেন। তিনি একজন কন্ঠশিল্পী ও অভিনেতা। ২০০১ সালে তিনি বিনোদনজগতে প্রবেশ করেন। ২০০২ সালে তিনি চলচ্চিত্রের থিম সং গেয়ে জনপ্রিয় হয়ে ওঠেন। একই বছরে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। 'সীমান্তের দক্ষিণাঞ্চলে' নামের গান একটি চলচ্চিত্রের সংগীত। গানটি ২০০৮ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন ফান ই ছেন'র কন্ঠে 'সীমান্তের দক্ষিণাঞ্চলে' শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে ফেই স্যিয়াংয়ের কন্ঠে 'বাবা, বলো না' নামের গান শোনাবো। তিনি ১৯৬০ সালরে ২৪ ডিসেম্বরে চীনের তাইওয়ানে জন্মগ্রহণ করেন। কিন্তু তাঁর জাতীয়তা মার্কিন। তিনি একজন কন্ঠশিল্পী ও অভিনেতা। তাঁর মা তাইওয়ানের, বাবা যুক্তরাষ্ট্রের। ১৯৮১ সালে তিনি নিউইয়র্ক থেকে তাইওয়ানে ফিরে এসে টিভি সিরিজে অভিনয় শুরু করেন। ১৯৮২ সালে তিনি নিজের অ্যালবাম প্রকাশ করেন। ১৯৮৩ সালে তিনি দক্ষিণ-পূর্ব ও তাইওয়ানে টানা আটটি অ্যালবাম প্রকাশ করেন। আশা করি, আপনারা তাঁর কন্ঠে 'বাবা, বলো না' নামের গান।

বন্ধুরা, শুনছিলেন ফেই স্যিয়াংয়ের কন্ঠে 'বাবা, বলো না' নামের গান। এখন আমি তাইওয়ানের আরেকজন কন্ঠশিল্পী ফেই ইউ ছিংয়ের কন্ঠে 'রূপালী চাঁদের আলোর মধ্যে' নামের গান শোনাবো। তাঁর আসল নাম চাং ইয়ান থিং। তিনি ১৯৫৫ সালের ১৭ মে তাইওয়ানের তাইপেই শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন কন্ঠশিল্পী ও টিভি হোস্ট। ১৯৭৩ সালে তিনি সংগীত প্রতিযোগিতায় চতুর্থ স্থান পেয়ে আনুষ্ঠানিকভাবে সংগীতজগতে প্রবেশ করেন। ১৯৭৭ সালে তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। ১৯৮৪ সালে তিনি তাইওয়ানের গোল্ডন বেল শ্রেষ্ঠ কন্ঠশিল্পীর পুরস্কার লাভ করেন। 'রূপালী চাঁদের আলোর মধ্যে' শীর্ষক গান চীনা সিনচিয়াংয়ের একটি লোকসংগীত। চলুন, আমরা ফেই ইউ ছিংয়ের কন্ঠে গানটি শুনবো।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়।

আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040