রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে চীনের প্রতিনিধিদল
  2019-09-15 19:18:09  cri
রোহিঙ্গা পরিস্থিতি সরেজমিনে দেখতে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গেছে চীনের একটি প্রতিনিধিদল।

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি চিমিংয়ের নেতৃত্বে চীনের ৮ সদস্যের একটি প্রতিনিধিদল রোববার সকালে কক্সবাজার বিমান বন্দরে পৌঁছায়। পরে প্রতিনিধিদলটি বান্দরবানের ঘুমধুমের তমব্রু কোনারপাড়া সীমান্তে জিরো লাইনে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান। সেখানে তারা রোহিঙ্গা ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। গত ২২ আগস্টও চীনা প্রতিনিধিদল কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যায়। এ সংকট সমাধানে ত্রিপক্ষীয় বৈঠক আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে পেইচিং।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040