পশ্চিম আফ্রিকান দেশগুলোতে সন্ত্রাসদমনের ওপর গুরুত্বারোপ
  2019-09-15 18:58:47  cri
সেপ্টেম্বর ১৫: পশ্চিম আফ্রিকান দেশগুলোর বিশেষ অর্থনৈতিক জোটের শীর্ষ সম্মেলন গতকাল (শনিবার) বুরকিনা ফাসোর রাজধানীতে অনুষ্ঠিত হয়। জোটের ১৫টি সদস্যদেশ এবং ইসলামিক রিপাবলিক অব মৌরিতানিয়া ও শাদ-এর নেতৃবৃন্দ এতে অংশ নেন। সম্মেলনে আঞ্চলিক সন্ত্রাস দমনের ওপর গুরুত্বারোপ করা হয় এবং এ কাজে ১০০ কোটি মার্কিন ডলার ব্যয়ের প্রশ্নে সবাই একমত হন।

শীর্ষ সম্মেলনের স্বাগতিক দেশ বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট ক্রিস্টিয়ান কাবোরে বলেন, পশ্চিম আফ্রিকান দেশগুলোর উচিৎ সন্ত্রাসীদের দমনের ক্ষমতা বাড়াতে সম্ভাব্য সবকিছু করা।

পশ্চিম আফ্রিকান দেশগুলোর অর্থনৈতিক জোটের পালাক্রমিক চেয়ারম্যান ও নাইজারের প্রেসিডেন্ট মোহামাদু ইসুফো বলেন, সন্ত্রাসবাদের হুমকি উদ্বেগজনক। তাই পশ্চিম আফ্রিকান দেশগুলোর একযোগে এ হুমকি মোকাবিলা করতে হবে এবং জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে।

(লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040