আমস্টারডামে আন্তর্জাতিক সম্প্রচার সম্মেলনে চীনের অংশগ্রহণ
  2019-09-15 16:04:31  cri

সেপ্টেম্বর ১৫: গতকাল (শনিবার) হল্যান্ডের আমস্টারডামে, আন্তর্জাতিক সম্প্রচার সম্মেলন চলাকালে, চীনের স্টলে 'চীন আন্তর্জাতিক রেডিও ও টেলিভিশন বিনিময় সভা' অনুষ্ঠিত হয়। পাঁচ দিনব্যাপী সম্প্রচার সম্মেলন শুরু হয় আগের দিন শুক্রবার।

বিনিময় সভায় দেশি-বিদেশি অতিথিদের সামনে ফাইভ-জি, বুদ্ধিমান রেডিও ও টেলিভিশন, ভিআরসহ বিভিন্ন খাতে চীনের নতুন প্রযুক্তি ও সাফল্য তুলে ধরা হয়।

চীনের রেডিও ও টেলিভিশন আন্তর্জাতিক অর্থনীতি ও প্রযুক্তি সহযোগিতা কোম্পানির উপ-ব্যবস্থাপক সুন ক্য লিন বিনিময় সভায় বলেন, সম্মেলনে চীনের স্টলটি স্থাপিত হয়েছে চীনের রাষ্ট্রীয় তথ্য-কার্যালয় এবং চীনের রাষ্ট্রীয় বেতার ও টেলিভিশন প্রশাসনের যৌথ উদ্যোগে। তিনি আশা করেন, এবারের সম্মেলনের মাধ্যমে বিভিন্ন দেশের বেতার ও টেলিভিশিনের মধ্যে পারস্পরিক বিনিময় গভীরতর এবং সহযোগিতা ত্বরান্বিত হবে।

উল্লেখ্য, আন্তর্জাতিক সম্প্রচার সম্মেলন হচ্ছে ইউরোপ তথা বিশ্বের প্রভাবশালী বেতার ও টেলিভিশনসংশ্লিষ্ট প্রযুক্তির মেলা। (শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040