মুগাবের শেষকৃত্যে চীনের বিশেষ দূতের অংশগ্রহণ
  2019-09-15 14:54:55  cri

সেপ্টেম্বর ১৫: গতকাল (শনিবার) প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বিশেষ দূত হিসেবে চীনের জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের ভাইস চেয়ারম্যান কু শেং জু হারারেতে অনুষ্ঠিত জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবের শেষকৃত্যে অংশ নেন।

শেষকৃত্যানুষ্ঠানে কু শেং জু চীনা প্রেসিডেন্ট সি চিন পিং এবং চীনা সরকার ও জনগণের পক্ষ থেকে মুগাবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন মানাঙ্গগওয়া, জিম্বাবুয়ের জনগণ এবং মুগাবের আত্মীয়স্বজনকে আন্তরিক সমবেদনাও জানান।

এর আগে চীনের বিশেষ দূত প্রেসিডেন্ট মানাঙ্গগওয়ার সঙ্গে দেখা করেন। এসময় কু শেং জু বলেন, মুগাবে হলেন জিম্বাবুয়ে ও আফ্রিকার সুবিদিত রাজনীতিক ও জাতীয় মুক্তি আন্দোলনের নেতা। তিনি চীন-জিম্বাবুয়ে ও চীন-আফ্রিকা বন্ধুত্বপূর্ণ সহযোগিতা ত্বরান্বিত করতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। চীন তার এই পুরনো ও ভালো বন্ধুকে ভুলে যাবে না। চীন জিম্বাবুয়ের সঙ্গে যৌথ প্রচেষ্টা চালিয়ে দু'দেশের সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতেও ইচ্ছুক।

জবাবে মানাঙ্গগওয়া চীনা প্রেসিডেন্ট সি চিন পিংকে তার আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, মুগাবের শেষকৃত্যে চীনের বিশেষ দূতের অংশগ্রহণ পুরোপুরিভাবে দু'দেশের জনগণের গভীর মৈত্রীর প্রতিফলন। জিম্বাবুয়ে চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা সুসংবদ্ধ করতে আগ্রহী। (শুয়েই/আলিম/জিনিয়া)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040