ঐতিহ্যবাহী মধ্য-শরৎ উত্সব পালন করেছেন প্রবাসী চীনারা
  2019-09-14 18:40:35  cri
সেপ্টেম্বর ১৪: গতকাল (শুক্রবার) পালিত হয় চীনের ঐতিহ্যবাহী মধ্য-শরৎ উত্সব। এ উপলক্ষ্যে বিদেশে চীনা দূতাবাস, চীনা শিল্পপ্রতিষ্ঠান, ও চীনা প্রবাসীরা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।

শ্রীলংকায় মধ্য-শরৎ উত্সব ও চীনের আসন্ন জাতীয় দিবস উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। শ্রীলংকায় চীনা দূতাবাস, বিভিন্ন চীনা শিল্পপ্রতিষ্ঠান, ও কনফুসিয়াস ইন্সটিটিউটের প্রতিনিধিসহ পাঁচ শতাধিক প্রবাসী চীনা এতে অংশগ্রহণ করেন।

ইরানে চীনা দূতাবাস শুক্রবার সন্ধ্যায় মধ্য-শরৎ উত্সবের অভ্যর্থনা অনুষ্ঠান আয়োজন করে। এতে তিন শতাধিক অতিথি অংশ নিয়েছেন। অনুষ্ঠানে চীনের ঐতিহ্যবাহী সঙ্গীত ও শিল্পকলা পরিবেশন করা হয়।

তুরস্কে চীনা দূতাবাস ও চীনের ছেংতু শহর সরকার শুক্রবার যৌথভাবে 'ছেংতু খাদ্য উত্সব' আয়োজন করে। চীনের ছেংতু শহর থেকে আসা বাবুর্চি সুস্বাদু খাবার রান্না করেন, যা শতাধিক অতিথির প্রশংসা কুড়ায়। (শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040