উন্নয়ন হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ মানবাধিকার: জেনিভায় চীনা প্রতিনিধি
  2019-09-14 16:18:24  cri
সেপ্টেম্বর ১৪: জাতিসংঘের জেনিভা কার্যালয়ে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি বলেছেন, উন্নয়ন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানবাধিকার। উন্নয়ন-প্রক্রিয়ায় মানবাধিকারের প্রচার ও সুরক্ষা চীনা মানবাধিকার বিকাশের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৪২তম সম্মেলনে সম্প্রতি তিনি এসব কথা বলেন। জেনিভায় সম্মেলন শুরু হয় ৯ সেপ্টেম্বর।

সম্মেলনে চীনা প্রতিনিধি বলেন, চীন প্রায় ১৪০ কোটি মানুষের খাদ্য ও পোশাকের চাহিদা পূরণ করেছে; ৮৫ কোটি মানুষকে দারিদ্র্যমুক্ত করেছে; ৭৭ কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে; বিশ্বের বৃহত্তম মধ্যবিত্তশ্রেণি গড়ে তুলেছে; বিশ্বের বৃহত্তম শিক্ষাব্যবস্থা এবং বৃহত্তম সর্বজনীন চিকিত্সাবীমা ও সামাজিক সুরক্ষাব্যবস্থা সৃষ্টি করেছে। জাতিসংঘ ও বিশ্বব্যাংকসহ অনেক আন্তর্জাতিক সংস্থা দারিদ্র্যবিমোচন কার্যক্রমে চীনের সাফল্যের প্রশংসা করেছে।

সম্মেলনে অ্যাঙ্গোলা, দক্ষিণ আফ্রিকা, মিসর, ভেনিজুয়েলা, কিউবা ও পাকিস্তানের মতো উন্নয়নশীল দেশগুলোর প্রতিনিধিরা জোর দিয়ে বলেন, উন্নয়নের অধিকার একটি গুরুত্বপূর্ণ মানবাধিকার। তারা উন্নয়নের অধিকারকে আরও গুরুত্বপূর্ণ স্থানে রাখতে, উন্নয়নের অধিকার বাস্তবায়নের জন্য জন্য আন্তর্জাতিক আইন প্রণয়ন করতে, ও উন্নয়নের ব্যবধান কমাতে যথাযথ উদ্যোগ নিতে জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রতি আহ্বানও জানান। (জিনিয়া/আলিম/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040