গত ৭০ বছরে চীন গর্ব করার মতো সাফল্য অর্জন করেছে: জেনিভায় পাক পররাষ্ট্রমন্ত্রী
  2019-09-14 16:16:23  cri
সেপ্টেম্বর ১৪: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মখদুম কুরেশি বলেছেন, বিগত ৭০ বছরে চীন গর্ব করার মতো সাফল্য অর্জন করেছে। তিনি গতকাল (শুক্রবার) জেনিভায় আয়োজিত চীনের মানবাধিকারবিষয়ক এক প্রদর্শনীতে এ মন্তব্য করেন। জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৪২তম সম্মেলনের অংশ হিসেবে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনী পরিদর্শনকালে পাক মন্ত্রীর সঙ্গে ছিলেন জেনিভায় জাতিসংঘ কার্যালয়ে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি ছেন স্যু।

প্রদর্শনী পরিদর্শনকালে পাক পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনের সবচেয়ে বিস্ময়কর সাফল্য হচ্ছে, ৭০ বছরে প্রায় ১০০ কোটি মানুষকে দারিদ্র্যমুক্ত করা। এটা একটা অলৌকিক ঘটনার মতো। চীন ভবিষ্যতে আরও সাফল্য অর্জন করবে বলে আশা করা যায়।

তিনি আরও বলেন, পাকিস্তান ও চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে গভীরতর হবে। বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে দু'দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, চীনের মানবাধিকারবিষয়ক প্রদর্শনী ১৩ সেপ্টেম্বর জেনিভায় শুরু হয়। (জিনিয়া/আলিম/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040