যুক্তরাষ্ট্রকে আন্তরিকতা প্রদর্শনের আচরণ আরও বাড়াতে হবে: সিআরআই সম্পাদকীয়
  2019-09-13 18:50:59  cri
সেপ্টেম্বর ১৩: চীন আজ (শুক্রবার) সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানকে বাজার ও বিশ্ব বাণিজ্য সংস্থার নীতি অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন ও মাংসসহ নানা কৃষিপণ্য ক্রয় করতে এবং সংশ্লিষ্ট ক্রয়ে শুল্ক আরোপ বাতিল করতে সমর্থন দিয়েছে। তাতে চীনের আন্তরিকতা প্রদর্শিত হয়। চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-র আজ (শুক্রবার) এক সম্পাদকীয়তে এ মন্তব্য করা হয়।

সম্পাদকীয়তে বলা হয়েছে যে, দু'দিনের মধ্যে চীন যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর আরোপিত শুল্ক বাতিল করাবিষয়ক পণ্যতালিকা প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রও আগামী ১ অক্টোবর চীনের পণ্যের ওপর শুল্ক আরোপ পিছিয়ে দিয়েছে। তারপর চীন আবার মার্কিন কৃষিপণ্যের ওপর শুল্ক আরোপ বাতিল করেছে। সে সব প্রতিক্রিয়ায় দু'দেশের তাল মিলিয়ে স্বার্থসংশ্লিষ্ট সমস্যা সমাধান করার প্রচেষ্টা দেখা দেয়। যা অনুষ্ঠেয় ১৩দফা চীন-যুক্তরাষ্ট্র আর্থ-বাণিজ্যিক উচ্চপর্যায়ের সংলাপের জন্য অনুকূল শর্ত সৃষ্টি করেছে।

সম্পাদকীয়তে আরও বলা হয়েছে, চীন ও যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক সত্ত্বা হিসেবে আর্থ-বাণিজ্যিক সংঘাত সমাধান করতে চাইলে আন্তরিকতা ও বাস্তব অভিযান প্রয়োজন। চীন বাণিজ্যিক যুদ্ধের বিরোধিতা করে এবং সমতা ও পরস্পরকে শ্রদ্ধার ভিত্তিতে সংলাপের মাধ্যমে সমস্যা সমাধান করবে বলে আশা প্রকাশ করে। (রুবি/টুটুল/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040