২০১৮ সালে বিশ্বে টানা বড় আকারের মানবিক সংকট চলে
  2019-09-13 16:23:41  cri

সেপ্টেম্বর ১৩:জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে উত্থাপিত সংস্থাটির নিরাপত্তা পরিষদের বার্ষিক কার্যবিবরণীতে বলা হয়, ২০১৮ সালে বিশ্বে টানা বড় আকারের মানবিক সংকট চলে এবং কোনো কোনো পরিস্থিতিতে অবস্থাও অবনতিশীল হয়ে যায়।

কার্যবিবরণীতে আরও বলা হয়, কিছু গুরুতর সংঘর্ষ এখনও শেষ হয়নি। বিশেষ করে মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলের সংঘর্ষ নিরীহ মানুষের ওপর গুরুতর প্রভাব ফেলে। নিরাপত্তা পরিষদের ভেতরে মতভেদ থাকার কারণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা যায় না।

২০১৮ সালের কাজের অগ্রগতিও কার্যবিবরণীতেও উল্লেখ করা হয়। যেমন দক্ষিণ সুদানের শান্তিচুক্তি স্বাক্ষর, কোরীয় উপদ্বীপের উত্তেজনাসংকুল পরিস্থিতি প্রশমন, ইরাক থেকে আইএস গোষ্ঠী নির্মূল ইত্যাদি। (শিশির/টুটুল/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040