চুক্তি ছাড়া ব্রেক্সিটের জরুরি পরিকল্পনা প্রকাশিত
  2019-09-13 16:22:26  cri

সেপ্টেম্বর ১৩: ব্রিটেনের সংসদের একটি প্রস্তাব অনুযায়ী,ব্রিটিশ সরকার ১১ সেপ্টেম্বর রাতে চুক্তি ছাড়া ব্রেক্সিটের জরুরি পরিকল্পনা—'অপারেশন ইয়েলোহ্যামার' নামে একটি দলিল প্রকাশ করে। এ দলিলে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, যদি চুক্তি ছাড়া ব্রেক্সিট হয় তাহলে দেশে দেখা দিতে পারে দাঙ্গা, খাদ্য ও জ্বালানির দাম বৃদ্ধি এবং সীমিত চিকিৎসা সরবরাহসহ নানা ঝুঁকি।

এ দলিলে বলা হয়, আনুমানিক হিসেব অনুযায়ী ব্যবস্থা নিলেও চুক্তি ছাড়া ব্রেক্সিটের পর দেশে তাজা খাবার সরবরাহ কমে যাওয়া, গুরুত্বপূর্ণ খাবারের অভাব, খাদ্য ও জ্বালানির দাম বৃদ্ধি, ৬ মাসের সরবরাহ অভাব দেখা দেবে। দেশব্যাপী পক্ষে-বিপক্ষে মিছিল হতে পারে।

এ দলিলটি ২ অগাস্ট তৈরি করা হয় এবং ১১ সেপ্টেম্বর প্রকাশিত হয়। (শিশির/টুটুল/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040