ঢাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চীনা রাষ্ট্রদূত লি চি মিংয়ের সাক্ষাত্
  2019-09-13 14:37:36  cri

সেপ্টেম্বর ১৩: বাংলাদেশে নবনিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি চি মিং গত ১১ সেপ্টেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেন।

সাক্ষাতের সময় রাষ্ট্রদূত লি প্রথমেই প্রধানমন্ত্রীর কাছে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং'র শুভেচ্ছা পৌঁছে দেন। তিনি বলেন, চীন-বাংলাদেশ ঐতিহ্যবাহী বন্ধুত্বের দেশ এবং পরস্পরের সুপ্রতিবেশী ও অংশীদার। ২০১৬ সালের অক্টোবরে প্রেসিডেন্ট সি বাংলাদেশ সফর করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চীন-বাংলাদেশ সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করেন। সাম্প্রতিক বছরগুলোতে চীন ও বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা গভীর এবং ফলপ্রসূ হয়েছে। নবনিযুক্ত রাষ্ট্রদূত হিসেবে তিনি দু'দেশের শীর্ষনেতাদের গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়নের ভিত্তিতে দ্বিপাক্ষিক আর্থ-বাণিজ্য, বিনিয়োগ, সংস্কৃতি, শিক্ষা, বিজ্ঞান-প্রযুক্তি ও স্বাস্থ্যসহ নানা ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে রাষ্ট্রদূত  লি'র মাধ্যমে তাঁর শুভেচ্ছা পৌঁছে দেন। তিনি বলেন, চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার। তাঁর দেশকে চীন ব্যাপক সহায়তা দেওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশে আরও চীনা শিল্পপ্রতিষ্ঠানের বিনিয়োগকে স্বাগতও জানান শেখ হাসিনা। পাশাপাশি দু'দেশের বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা জোরদার এবং দ্বিপাক্ষিক অংশীদারিত্বের সম্পর্ককে আরও নতুন পর্যায়ে উন্নীত করতে ইচ্ছুক ঢাকা। (রুবি/টুটুল/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040