চীনা উপ-প্রধানমন্ত্রী ও যুক্তরাষ্ট্র-চীন জাতীয় বাণিজ্যিক কমিশনের চেয়ারম্যানের সাক্ষাত
  2019-09-12 20:06:30  cri
সেপ্টেম্বর ১২: চীনের উপ-প্রধানমন্ত্রী লি হ্য আজ (বৃহস্পতিবার) যুক্তরাষ্ট্র-চীন জাতীয় বাণিজ্যিক কমিশনের চেয়ারম্যান ইভান গ্রিনবার্গের সঙ্গে এক সাক্ষাতে মিলিত হন।

সাক্ষাতে লি হ্য বলেন, যুক্তরাষ্ট্র সবেমাত্র আগামী ১ অক্টোবর চীনের পণ্যের ওপর শুল্ক আরোপ পিছিয়ে দিয়েছে। চীন তাকে স্বাগত জানায়। আগামী সপ্তাহে দু'দেশ বাণিজ্যিক ভারসাম্য, বাজারে প্রবেশের নিয়মকানুন ও বিনিয়োগকারী রক্ষাসহ নানা বিষয়ে মতবিনিময় করবে।

জবাবে ইভান গ্রিণবার্গ বলেন, মার্কিন শিল্প বাণিজ্য মহল শুল্ক আরোপ দেখতে চায় না। যুক্তরাষ্ট্র ও চীন সংলাপের মাধ্যমে সংঘাত দূর করবে বলে তিনি আশা প্রকাশ করেন। (রুবি/টুটুল/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040