গণপ্রজাতন্ত্রী চীনের উন্নয়ন আস্থা জোরদারের নির্দেশ সি চিন পিং'র
  2019-09-12 19:53:43  cri
সেপ্টেম্বর ১২: গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী উপলক্ষে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আজ (বৃহস্পতিবার) বিশেষ করে সিয়াং পাহাড়ে সিপিসি'র বিপ্লবী স্মৃতি স্থান ও লাই ছিং সুয়েনসহ নানা বিপ্লবী অঞ্চল পরিদর্শন করেন। এ সময় তিনি সবার প্রতি শুরুর কথা ভুলে না গিয়ে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন ও নব্যতাপ্রবর্তনশীল চেতনায় চীনের বৈশিষ্ট্যময় সমাজতান্ত্রিক পথে এগিয়ে যাওয়া এবং চীনের সাফল্য সুসংবদ্ধ করার পাশাপাশি দু'টি একশ বছরের লক্ষ্য বাস্তবায়নের জন্য প্রচেষ্টা চালানোর নির্দেশ দেন।

সি চিন পিং বলেন, ইতিহাস স্মরণ করে প্রবীণ বিপ্লবীদের মর্মে চীনা জনগণের জন্য আরও সুন্দর জীবন সৃষ্টি করা উচিত।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির স্থায়ী সদস্য ও কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সম্পাদক ওয়াং হু নিং অনুষ্ঠানে অংশ নেন। (রুবি/টুটুল/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040