চীনের তিব্বতের উল্লম্ফন উন্নয়ন সাধিত হয়েছে: ছি চা লা
  2019-09-12 18:12:02  cri
সেপ্টেম্বর ১২: চীনের তিব্বতের অর্থনীতি ও সমাজে উল্লম্ফন উন্নয়ন সাধিত হয়েছে। অধিবাসীরা সুখী জীবন-যাপন করছে এবং নিরাপদে আছেন। চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল সরকারের প্রধান ছি চা লা আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী, বিশেষ করে ১৯৫৯ সালে তিব্বতের গণতান্ত্রিক সংস্কারের পর চীনের কেন্দ্রীয় সরকার নীতি, অর্থ ও প্রকল্পসহ নানা ক্ষেত্রে তিব্বতে বিশেষ কার্যক্রম চালিয়েছে। দ্বাদশ ও ত্রয়োদশ পাঁচসালা কার্যক্রমের সময় এ অঞ্চলে কেন্দ্রীয় সরকারের বিনিয়োগ ১ লাখ কোটি ইউয়ান ছাড়িয়েছে, যা তিব্বতের ১৯৫১ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত স্থাবর পুঁজি বিনিয়োগের পরিমাণের ৫.১ গুণ ছাড়িয়েছে।

তিনি আরও বলেন, তিব্বতের অর্থনীতি ও সমাজে উল্লম্ফন উন্নয়ন সাধিত হয়েছে। গত ২৬ বছরে অঞ্চলটিতে দশাধিক হারে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে সিপিসি'র অষ্টাদশ কংগ্রেসের পর থেকে এ বৃদ্ধির হার সারা চীনের প্রথম শ্রেণীতে রয়েছে। গত বছরের শেষ দিক পর্যন্ত অঞ্চলটির জিডিপি'র পরিমাণ ১৪ হাজার ৭শ' ৭৬ কোটি ইউয়ান ছাড়িয়েছে।

তিনি আরও বলেন, গত ৭০ বছরে তিব্বতে শৈল্পিক অতিরিক্ত যুক্ত মূল্য ১১৪৫ কোটি ইউয়ান ছাড়িয়েছে।

পুরো তিব্বতে কিন্ডারগার্টেন থেকে সিনিয়র স্কুল পর্যন্ত ছাত্রছাত্রীদের খাওয়া-দাওয়া, বসবাস ও লেখাপড়ায় কোনো অর্থ ব্যয় করতে হয় না। (রুবি/টুটুল/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040